শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

ঘরবন্দী মমর দুই ভিডিওচিত্র

শোবিজ প্রতিবেদক

ঘরবন্দী মমর দুই ভিডিওচিত্র

দর্শকনন্দিত অভিনেত্রী জাকিয়া বারী মম গুণী অভিনেতা আফজাল হোসেনের ধারণা, বিন্যাস ও নির্মাণে একটি নাটকে অভিনয় করেছেন। তবে এই নাটকটির ভিডিও ধারণ করা হয়েছে যে যার ঘরে বসেই। ‘যার যার ঘরে থেকে একসাথে’ শিরোনামের এই নাটকে আরও অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, জাহিদ হাসান, ফজলুর রহমান বাবু, জিতু আহসান, মোশাররফ করিম, মাসুম রেজা, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, অপি করিম, তৌকীর আহমেদ, আবদুন নূর সজল, মৌটুসী বিশ্বাস, আলভী আহমেদ, মামুনূর রশীদ, তারিক আনাম খান, সালাহ উদ্দিন লাভলু, তারিন জাহান, আবুল হায়াত, জুঁই করিম, চঞ্চল চৌধুরী ও তার ছেলে ঋদ্ধ, মৌ, আফসানা মিমি, ত্রপা মজুমদার ও তার পরিবার, তাহসান, ওয়াহিদা মল্লিক জলি, শিরিন হায়াত, সুবর্ণা মুস্তাফা, শাহেদ আলী ও দীপ খন্দকার, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী। আফজাল হোসেন বলেন, ‘সবাই অনেক দিনের চেনা। টেলিভিশন নাটকে অনেক বছর ধরে বহু চরিত্রে অসাধারণ অভিনয়ক্ষমতা দেখিয়ে সবাই সুবিখ্যাত। সেই প্রিয়রা একসাথে নিজ নিজ ক্যামেরার সামনে বসে, দাঁড়িয়ে, হেঁটে সংকটকালের বিচিত্র অনুভবের কথা ব্যক্ত করেছেন। এটা নাটক নয়। একসাথে চিত্রগাথায় নাটুকে চরিত্রও নয় কেউ। আসল মানুষেরা কথায় এবং নৈশব্দে ব্যক্ত করে গেছেন সময় ও নিজেকে।’ অন্যদিকে কিংবদন্তি সুরকার লোকমান হোসেন ফকিরের ‘আবার জমবে মেলা’ নিয়ে নির্মিত গানের ভিডিওতে অংশ নিয়েছেন অভিনেত্রী মম। কণ্ঠ দিয়েছেন রাফা, জোহাদ, এলিটা করিম ও সভ্যতা। নতুন করে সংগীত করেছেন রাফা।

সর্বশেষ খবর