রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

লকডাউনেও অমিতাভ-বিদ্যা

শোবিজ ডেস্ক

লকডাউনেও অমিতাভ-বিদ্যা

লকডাউনের মধ্যেই বলিউডে মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চন আর বিদ্যা বালানের মতো জনপ্রিয় তারকার ছবি। এর মধ্যে রয়েছে অমিতাভ অভিনীত ‘চেহারা’ ও বিদ্যার ছবি ‘শকুন্তলা দেবী’। তবে সিনেমা হল বা সিনেপ্লেক্সে নয়, অনলাইন প্ল্যাটফর্ম ওটিটিতে (ওভার দ্য টপ) মুক্তি পেতে যাচ্ছে এ ছবিগুলো। এ ছাড়া একই সময় বলিউডে আরও পাঁচটি ছবি মুক্তি পাবে ওটিটিতে। ছবিগুলোর মধ্যে আছে অক্ষয়ের ‘লক্ষ্মী বোম্ব’, বিক্রম বাত্রার বায়োপিক ‘শেরশাহ’, জাহ্নবী কাপুরের ‘গুঞ্জন সাক্সসেনা: দ্য কার্গিল গার্ল’, সুজিত সরকারের ‘গুলাবো সিতাবো’ এবং নওয়াজউদ্দিন অভিনীত ‘ধুমকেতু’। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অ্যামাজন প্রাইম, হটস্টার ও নেটফ্লিক্সের মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে রিলিজ করা হবে ছবিগুলো। জানা গেছে, একে একে আগামী দুই মাসের মধ্যেই ছবিগুলো মুক্তি দেওয়া হবে। ইতিমধ্যে  অমিতাভ অভিনীত গুলাবো সিতাবো অনলাইনে মুক্তি পেয়েছে। লকডাউনে হল বন্ধ, তাই অনলাইনেই ভরসা রাখছেন অনেক প্রযোজক ও পরিচালক। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ভুট, হটস্টারের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো খুবই জনপ্রিয়। লকডাউনে সময় কাটাতে অনেকেই এ ওটিটি প্ল্যাটফর্মে মন দিয়েছেন। শকুন্তলা দেবী ছবিটি ভারতের প্রথম মহিলা গণিতবিদের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এখানে নাম ভূমিকায় থাকছেন বিদ্যা বালান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর