শিরোনাম
বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

নিলামে ইমরানের ইউকেলেলে

শোবিজ প্রতিবেদক

নিলামে ইমরানের ইউকেলেলে

পাশ্চাত্যের সংগীতযন্ত্র ইউকেলেলে বাজিয়ে শিকড়সন্ধানী গান গেয়ে যিনি সবার মাঝে পরিচিত, তিনি সংগীত তারকা ইমরান হোসেন। এবার সেই শখের বাদ্যযন্ত্র ইউকেলেলে তিনি নিলামে তুলবেন দুর্দশাগ্রস্ত রিকশাওয়ালা, প্রতিবন্ধী ও প্রান্তিক কৃষকের সহায়তার জন্য। এ জন্য তিনি সমাজের বৃত্তবান গানপ্রেমী মানুষকে এই মিউজিক ইন্সট্রুমেন্ট কিনতে বিশেষ অনুরোধ জানিয়েছেন। ইমরান বলেন, ‘করোনাকালে অনেকে অসহায় মানুষের জন্য করছেন। আমার তো টাকা নেই। তাই শখের বাদ্যযন্ত্রটি নিলামে তুলেছি। আশা করছি, সবাইকে পাশে পাব।’ এদিকে দুষ্কৃতকারীদের মাধ্যমে ঘরবাড়ি পুড়ে যাওয়া দিরাইয়ের নিঃস্ব রণেশ ঠাকুর বাউলের পাশে দাঁড়িয়েছেন ইমরান। তার সংগঠন ‘মেড ইন বাংলাদেশ’ থেকে আয়োজিত হয়েছে অনলাইনভিত্তিক প্রতিযোগিতা ‘ট্যালেন্ট হান্ট বাই ইমরান’। এর মাধ্যমে ৫০ জন সুবিধাবঞ্চিত মিউজিশিয়ানকে সহায়তা করা হবে। এর আগে তিনি নরসিংদীর রায়পুরের দরিহাইরমারা গ্রামের ১১০টি পরিবার ও গতকাল আরও ১০০টি পরিবারকে সাহায্য করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর