বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা

রোজিনা যেভাবে চলচ্চিত্রে

রোজিনা যেভাবে চলচ্চিত্রে

সত্তর দশকে চলচ্চিত্রে আসেন আরেকজন নতুন মুখ। রোজিনা নাম নিয়ে এই জগতে আত্মপ্রকাশ করেই দর্শক মন জয় করে নেন তিনি। একই সঙ্গে দেশ-বিদেশে নানা সম্মাননায়ও ভূষিত হন। যেভাবে রোজিনা চলচ্চিত্রে এলেন সেই কথা তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ

 

রেনু থেকে রোজিনা

‘তুমি কাছে কিবা দূরে রও চোখের আড়াল হও মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম’Ñআশির দশকে ফখরুল হাসান বৈরাগী পরিচালিত ‘মানসী’ চলচ্চিত্রের এ গানটি শুনলেই যে মায়াবী চেহারার অভিনেত্রীর ছবি চোখের সামনে ভেসে ওঠে তিনি হলেন রোজিনা। শাবানা, কবরী, ববিতার মতো ডাকসাইটের অভিনেত্রীদের অনেক পরে চিত্রজগতে এসেও তাদের পাশাপাশি দক্ষতার সঙ্গে অভিনয় করে রোজিনা শুধু দেশে জাতীয়সহ নানা গুণীজন সম্মাননায় ভূষিত হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনেও অভিনয় করে জনপ্রিয়তা আর সম্মাননার পরিধি বিস্তৃত করেছেন। তাই রোজিনাকে নির্দ্বিধায় আন্তর্জাতিক অভিনেত্রী বলা যায়। রোজিনার প্রকৃত নাম রওশন আরা। ডাক নাম ‘রেনু’। আর রেনু থেকে হয়ে যান চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা। তার জন্ম ষাট দশকের ২০ এপ্রিল রাজবাড়ী জেলার গোয়ালন্দে। ছোটবেলা থেকেই কবরী, শাবানা, ববিতার মতো নামি অভিনেত্রীর ছবি দেখে নিজের মনেও অভিনয়ের বাসনা জাগে বলে জানান তিনি।

যেভাবে চলচ্চিত্রে

১৯৭৭ সালের শেষ দিকের কথা। সংসদ ভবন এলাকার খেজুরবাগান এলাকায় চলছে একটি ছবির শুটিং। খবর পেয়ে সেখানে যান রেনু। ছবিটি ছিল কালীদাস পরিচালিত ‘জানোয়ার’। ছবির শুটিং দেখতে গেলেন রোজিনা। সেটা রোজিনার দেখা জীবনের প্রথম কোনো ছবির শুটিং। দৃশ্যটি ছিল এমন, শর্বরী নাচবেন, দারাশিকো মদ পান করবেন আর তা উপভোগ করবেন। পরিচালক উপস্থিত দর্শকের মধ্য থেকে যে কোনো একজনকে যেতে বললেন। তার কাজ হবে ট্রেতে মদের বোতলটা দারাশিকোকে দিয়ে আসা। রোজিনা নিজে থেকেই বললেন, আমি যাব। তাকে একটি প্যান্ট আর শার্ট দেওয়া হলো। তা পরলেন। এরপর দেওয়া হলো মেকাপ। মুভি ক্যামেরার সামনে ওটাই ছিল রোজিনার প্রথম কাজ। এদিকে শুটিং শেষ হওয়ার পর ফটোগ্রাফার হারুন রোজিনার বেশ কিছু ছবি তুললেন। আর সেই ছবি এ হাত ও হাত ঘুরে গিয়ে পড়ল ‘সাগর ভাসা’ ছবির প্রযোজক আফজাল ও ফখরুল সাহেবের হাতে। তারা রোজিনার ছবি দেখে মুগ্ধ হন। খবর পাঠালেন রোজিনাকে সরাসরি দেখার জন্য। আবৃত্তি, নাচ, অভিনয় কোনোটাতেই অভ্যস্ত ছিলেন না রোজিনা। তাই সেদিন এ দুজন প্রযোজকের সামনে নিজেকে উপস্থাপন করতে ভীষণ লজ্জা পেয়েছিলেন। এক পর্যায়ে দুজনের সামনেই রোজিনা অভিনয় করলেন। আর তার সব কিছুই প্রযোজকদের পছন্দ হলো। চূড়ান্ত করা হলো ‘সাগর ভাসা’ ছবিতে নবাগত নায়ক চঞ্চল মাহমুদের বিপরীতে অভিনয় করার জন্য। স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছতে পারার কারণে এক অনাবিল আনন্দ যেন দোলা দিয়ে গেল রোজিনার মনে। কিন্তু তারপরও যেন সেই খুশিটা স্থায়িত্ব পেল না। হঠাৎ বসন্তে আক্রান্ত হলেন তিনি। ছবিতে শুটিং করতেই হবে এমন ভাবনায় যত দ্রুত রোগ থেকে উদ্ধার পাওয়া যায় সে জন্য শুরু করলেন নিমপাতা আর হলুদের ব্যবহার। এক সময় দ্রুত সেরে গেল। কিন্তু গালে ছোট্ট একটা গর্ত রয়ে গেল। সাগর ভাসা ছবির চিত্রগ্রাহক ছিলেন রফিকুল বারী চৌধুরী। তিনি মেকাপম্যানকে বললেন চুইংগাম দিয়ে গর্তটা ভরাট করে তারপর মেকাপ দিতে। মেকাপ শেষে যখন রোজিনা শুটিং স্পটে হাজির হলেন তখন তাকে দেখা মাত্রই এক নায়িকা শুটিং রেখে চলে গেলেন। কেন চলে গেলেন, এর জবাবে রোজিনা বলেন, সম্ভবত আমার চিকেন পক্স হয়েছিল বিধায়, কিছুটা আতঙ্কিত হয়ে তিনি চলে গিয়েছিলেন। কিন্তু আমার কষ্টটা সেখানে নয়। কষ্ট পেয়েছি এই ভেবে যে, যেখানে আমাকে নায়িকা হিসেবে চূড়ান্ত করা হলো সেখানে অন্য আরেকজন কেন? রোজিনা ওইদিন শুটিং করেছেন ঠিকই; কিন্তু পরে আর এ ছবির শুটিং করেননি। সেই যে রোজিনা আঘাত পেলেন তখন থেকেই জীবনের বাকিটা পথ নিজের সিদ্ধান্তেই অটল থেকেছেন। ‘সাগর ভাসা’ ছবিতে যখন রোজিনা কাজ করেন তখন পারিবারিক নাম রেণু নামেই তাকে সবাই চিনতেন। পরিচালক মোহসীন তার ‘আয়না’ ছবিতে কাস্ট করার পর তার নাম দেন শায়লা। শায়লা নামেই তখন তিনি মোহসীন, মতিউর রহমান পানুসহ সে সময়ের প্রথিতযশা পরিচালকদের ছবিতে কাজ করেন। পরবর্তীতে যখন এ জে মিন্টুর ‘মিন্টু আমার নাম’ ছবিতে কাজ করার জন্য নায়িকা হিসেবে তাকে চূড়ান্ত করা হয় তখন ছবির গল্পের নায়িকার নাম রোজিনা থাকায় শায়লা নাম পরিবর্তন করে রোজিনা নামেই পরিচয় করিয়ে দেওয়া হয় সাংবাদিকদের কাছে। আর তখন থেকেই পারিবারিক নাম রেনু আর পরিচালক মোহসীনের দেওয়া নাম শায়লা নামটি আড়াল হয়ে যায় রোজিনা নামের কারণে। কিন্তু যে ছবিতে অভিনয় করার চুক্তিতে নাম হয় তার রোজিনা সে ছবিতেও কাজ করা হয়নি শেষ পর্যন্ত। তার পরিবর্তে কাজ করেন ববিতা। এরপর এফ কবীর চৌধুরীর ‘রাজমহল’ ছবিতে চিত্রনায়ক ওয়াসিমের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। ১৯৭৮ সালে ছবিটি মুক্তি পায়। ছবিটি সুপার-ডুপার হিট ব্যবসা করায় রোজিনাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এর মধ্যে ১৯৭৭ সালে একটি জন্মনিয়ন্ত্রণ প্রোডাক্টের বিজ্ঞাপনে কাজ করেও প্রশংসা কুড়ান রোজিনা।

রোজিনার কথায় দেশে ২৩৬টি আর বিদেশে যেমনÑপাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভারতের স্থানীয় ও যৌথ প্রযোজনার ছবি মিলিয়ে সর্বমোট ২৫২টির মতো ছবিতে তিনি অভিনয় করেন। সর্বশেষ দেশে ২০০৫ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘রাক্ষুসী’ গল্প অবলম্বনে মতিন রহমান নির্মিত রাক্ষুসী চলচ্চিত্রে অভিনয় করেন।

 

যত সম্মাননা

জনপ্রিয়তা এবং অভিনয় দক্ষতার মতো সম্মাননার ঝুলিও বেশ সমৃদ্ধ এই অভিনেত্রীর। ১৯৮০ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কসাই’ ছবিতে অভিনয়ের জন্য রোজিনা সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর মতিন রহমান পরিচালিত ‘জীবনধারা’ ও কবীর আনোয়ার পরিচালিত ‘দিনকাল’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। যৌথ প্রযোজনার ছবি (পাকিস্তানের সঙ্গে) ‘হাম সে হায় জামানা’তে অভিনয়ের জন্য ১৯৮৬ সালে তিনি পাকিস্তান থেকে নিগার অ্যাওয়ার্ড অর্জন করেন। এ ছবিতে রোজিনার বিপরীতে অভিনয় করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় নায়ক নাদিম। ১৯৮৪ সালে রোজিনা ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি ‘অবিচার’-এ অভিনয় করেন বোম্বের সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সঙ্গে। তাছাড়া দেশে একাধিকবার বাচসাসসহ আরও অনেক গুরুত্বপূর্ণ সংগঠনের সম্মাননা অর্জন করেন। এছাড়া এবার নিয়ে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরিবোর্ডের সদস্য মনোনীত হন তিনি। এছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতির কর্মকর্তাও নির্বাচিত হন একাধিকবার।

 

প্রবাস জীবন

অভিনেত্রী রোজিনা এক সময় অভিনয় থেকে বিদায় নিয়ে প্রবাস জীবন বেছে নেন। ১৯৯৬ সাল থেকে লন্ডনে থিতু হন তিনি। এর আগে কানাডা, নিউইয়র্কসহ বেশ কটি দেশে সময় কাটান। লন্ডনে প্রবাস জীবন বেছে নিলেও প্রতি বছর দেশে আসেন ঈদ উৎসবে ছোট পর্দার নাটক ও নানা অনুষ্ঠানে অংশ নেন। চলতি বছরের মার্চে লন্ডন চলে যাওয়ার কথা থাকলেও করোনা লকডাউনের কারণে এখন পর্যন্ত যেতে পারেননি বলে জানান তিনি।

 

সমাজকল্যাণমূলক কাজ

অভিনয়কালীন থেকে এখন পর্যন্ত সমাজকল্যাণমূলক কাজে তিনি নিজেকে সব সময়ই সম্পৃক্ত রেখেছেন। রোজিনা তার মা খাদিজার নামে রাজবাড়ীর গোয়ালন্দের জুরান মোল্লাপাড়ায় মসজিদ নির্মাণ করছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে মসজিদটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং বর্তমানে এর নির্মাণ কাজ চলছে। এছাড়া একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে জানান এই জনপ্রিয় অভিনেত্রী।

সর্বশেষ খবর