বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা

তাদের ওয়েবফিল্ম থ্রি

শোবিজ প্রতিবেদক

তাদের ওয়েবফিল্ম থ্রি

সাধারণ মানুষ ঘরে থাকতে না চাইলেও শোবিজের বেশির ভাগ মানুষ এ মুহূর্তে ঘরবন্দী। তবে তারা কিন্তু থেমে নেই। কেউ ঘরে বসে আঁকছেন ছবি, কেউ নিজে নিজেই বানাচ্ছেন ভিডিওচিত্র। কেউ একে অন্যের সঙ্গে অনলাইনে সংযুক্ত হচ্ছেন। করছেন নানা ব্যতিক্রমধর্মী কাজ। তাই বলা যায়, এই করোনাকাল মানুষকে অনেক কিছুই শেখাচ্ছে। এদিকে এই সংকটময় মুহূর্তে লকডাউনের প্রথম থেকেই ভারতে গিয়ে আটকা পড়েছেন মডেল, উপস্থাপক ও অভিনেতা ইমতু রাতিশ। তার সঙ্গে রয়েছেন মডেল-অভিনেতা সানজু জন ও মডেল কৃষ্ণেন্দু তন্ময়। এবার তাদের নিয়ে দেশের তরুণ মেধাবী নির্মাতা আহমেদ জিহাদ বাংলাদেশে বসেই একটি ওয়েব ফিল্মের নির্দেশনা দিলেন। আর এই ভারতে থাকা তিনজনের সঙ্গে বাংলাদেশ থেকে যুক্ত করলেন আরেক জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা আরজে নিরবকে। এদের নিয়ে জিহাদ নির্মাণ করলেন থ্রিলার ওয়েবফিল্ম ‘থ্রি’। সম্প্রতি এর একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। যেখানে ইমতু, জন ও তন্ময়কে ভিন্ন লুকে দেখা যায়। পোস্টারটির ডিজাইনে মার্ক বিপ্লব। ওয়েবফিল্মটির নির্দেশনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন নির্মাতা নিজেই। ইমতু বলেন, আমরা যেকোনো অবস্থাতেই যে কাজ করতে পারি, তার উদাহরণ এই ওয়েবফিল্মটি। প্রথমবারের মতো ঘরে বসে শুধু ভিডিও কলের মাধ্যমে নির্দেশনা দিয়ে এই ওয়েবফিল্মটির কাজ করা হয়েছে।’ ওয়েব ফিল্মটি ঈদে যেকোনো প্লাটফর্মে অবমুক্ত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর