শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা

বালাম-নির্ঝর-জুলির রবীন্দ্রসংগীত

শোবিজ প্রতিবেদক

বালাম-নির্ঝর-জুলির রবীন্দ্রসংগীত

কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে নির্ঝর ও জুলি এবারই বাংলাদেশে প্রথমবারের মতো  নজরুল এবং রবীন্দ্রনাথের গান মিলিয়ে একটি নিরীক্ষাধর্মী গান করেছেন। ‘আমার মন কেমন করে’ আর ‘মোর ঘুমঘোরে এলে মনোহর’-এ দুটি গানের সংগীতায়োজনে রয়েছেন সংগীতশিল্পী বালাম। গানের ভিডিও তৈরির পরিকল্পনায় রয়েছেন কণ্ঠশিল্পী জুলি ও রবীন্দ্রসংগীত শিল্পী নির্ঝর চৌধুরী। লকডাউনের কারণে জুলি এবং নির্ঝর যে যার বাসায় বসে নিজেদের মোবাইল দিয়ে হোম ভিডিও করে এবং সেটি সম্পাদনা করছেন বালাম। ২৪ তারিখ জুলির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হবে। নির্ঝর বলেন, ‘জুলি ও আমি সপ্তম শ্রেণি থেকে বন্ধু; ছায়ানটেও একসঙ্গে গান শিখেছি। লকডাউন শুরুর সময়েই গানগুলো করার পরিকল্পনা করেছিলাম।’

সর্বশেষ খবর