শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা

এবারও ছিল ইত্যাদির মুনশিয়ানা

শোবিজ প্রতিবেদক

এবারও ছিল ইত্যাদির মুনশিয়ানা

প্রতি ঈদের মতো এবারও আলোচনায় হানিফ সংকেতের ‘ইত্যাদি’। এবারের ইত্যাদি নতুন ধারণ করা না হলেও সম্পাদনার টেবিলে হয়েছে এর মূল মুনশিয়ানা। প্রতিটি আইটেম ছিল পুরনো। অনেকেরই আগে দেখা। কিন্তু সবকটিই মনে হয়েছে নতুন। কারণ আইটেমগুলো সামাজিক নানা মেসেজে ভরপুর আর বেশ উপভোগ্য। এ ছাড়া এগুলোর চিত্রায়ণেও ছিল দারুণ নৈপূণ্য। সর্বোপরি হানিফ সংকেতের দুর্দান্ত উপস্থাপনা ও সম্পাদনার মুনশিয়ানায় এসব আইটেম সমৃদ্ধ এবারের ঈদের ‘ইত্যাদি’ ছিল এককথায় অসাধারণ। তবে এবার সেই চিত্রে কিছুটা ব্যতিক্রম ঘটেছিল। কারণ করোনাভাইরাস। যে অদৃশ্য ভাইরাসের কারণে সবকিছুর মতো থমকে গেছে ইত্যাদিও। তাই, পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও দর্শকদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে, স্বাস্থ্যবিধি মেনে এবার চিরাচরিত নিয়মে স্টেডিয়ামে ‘ইত্যাদি’ ধারণ করা হয়নি। তবে ঈদের ইত্যাদিতে যে ঐতিহ্যবাহী দৃশ্যের জন্য দর্শকরা অপেক্ষা করেন তা থেকে তারা নিরাশ হননি। কারণ এবারের এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি সাজানো হয়েছে সম্পাদনার টেবিলে। ইতিপূর্বে প্রচারিত কয়েকটি ঈদ ইত্যাদির বেশ কয়েকটি পর্ব সংকলন করে তৈরি হয়েছে এবারের আয়োজনের নানা পর্ব। অনুষ্ঠানে উপস্থাপিত ঈদের গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এর ব্যতিক্রমী আয়োজন, তারকা শিল্পীদের অংশগ্রহণে শপিং করা নিয়ে সংগীতময় নাটিকা, ঐতিহাসিক বিভিন্ন চরিত্রের সমন্বয়ে একটি পর্ব, চমৎকার দর্শক পর্ব, নান্দনিক নাচ, দেশের গান, মামা-ভাগ্নে, নানা-নাতি পর্ব, বিদেশিদের অংশগ্রহণে চার মিনিটের সিনেমা, প্যারোডি গান, সমাজের নানা অসঙ্গতি নিয়ে নাট্যাংশ- সব মিলিয়ে দারুণ উপভোগ্য একটি ‘ইত্যাদি’ উপহার পেয়েছেন দর্শকরা। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

সর্বশেষ খবর