শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

লকডাউনের সাউন্ডটেক আয়োজন

শোবিজ প্রতিবেদক

লকডাউনের সাউন্ডটেক আয়োজন

লকডাউনের আগেই অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক ঈদের প্রস্তুতি নিয়েছিল। তবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে প্রস্তুতিটি সীমিত করে আনেন প্রতিষ্ঠানের এমডি সুলতান মাহমুদ বাবুল। ঈদ উপলক্ষে সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে মুক্তি দিয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় নতুন গান এবং নাটক। এর মধ্যে রয়েছে ইমরানের ‘ফিরে আয়’, মিলন এবং তাসলিমা জাহান মৌ’র কণ্ঠে রয়েছে একটি দ্বৈত গান। আহমেদ রিজভীর লেখা ‘তোর প্রেমে পড়তে চাই’। এফ এ সুমনের গাওয়া ‘আর কত দুঃখ দিবি’। কাজী শুভ গেয়েছেন রবিউল ইসলাম রবির লেখা, মাসুদ অপুর সুর এবং আমিন খানের সংগীতে একটি গান। গানের পাশাপাশি দুটি নাটক মুক্তি দিয়েছে তারা। এর একটি ‘বউ এত সুইট ক্যান’ অন্যটি হলো ‘স্মার্ট ভাবীর স্মার্ট স্কুটি’ নাটকটি লিখেছেন সেজান নূর এবং পরিচালনায় তাইফুর জাহান আশিক। প্রযোজক সুলতান মাহমুদ বাবুল বলেছেন, ‘সব কটি প্রোডাকশনই এখন সাউন্ডটেক ইউটিউব চ্যানলে দেখতে পাবেন দর্শকরা। এখন তো সবারই ঘরে থাকার সময়। আর সব কিছুই এখন অনলাইনভিত্তিক। কয়েক বছর ধরে সাউন্ডটেক নিয়মিত গান নাটক এবং টেলিফিল্ম প্রযোজনা করে আসছে।

সর্বশেষ খবর