সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

জায়েদ খানের উদ্বেগ

শোবিজ প্রতিবেদক

জায়েদ খানের উদ্বেগ

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খান চলমান করোনা পরিস্থিতিতে অসহায় শিল্পীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, গত আড়াই মাস ধরে করোনার কারণে কর্মহীন মানুষের দুর্দশা দূর করতে শিল্পী সমিতি নিরলস কাজ করে যাচ্ছে। সমিতির কোনো ফান্ড নেই। সচ্ছল শিল্পী ও সামর্থ্যবান ব্যক্তিদের কাছ থেকে সাহায্য নিয়ে সহায়তা অব্যাহত রেখেছি। এভাবে আর কতদিন। তথ্য মন্ত্রণালয় হচ্ছে আমাদের অভিভাবক। অথচ সমিতির পক্ষ থেকে এ মন্ত্রণালয়ে বেশ কিছুদিন আগে অসহায় শিল্পীদের একটি তালিকা ও সাহায্যের আবেদন জমা দিলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাইনি। এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। জায়েদ খান বলেন, জীবনের ঝুঁকি নিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক শিল্পী-কলাকুশলী এমনকি চলচ্চিত্রের বাইরের অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। এর মধ্যে অন্যতম হলেন কণ্ঠশিল্পী কাঙালিনী সুফিয়া ও ইত্যাদির আবিষ্কার কণ্ঠশিল্পী আকবর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর