বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা

প্রশংসিত হানিফ সংকেতের নাটক ‘দূরত্বের গুরুত্ব’

শোবিজ প্রতিবেদক

প্রশংসিত হানিফ সংকেতের নাটক ‘দূরত্বের গুরুত্ব’

করোনার এই সময়ে, ঈদের শত নাটকের ভিড়ে এবারও জনপ্রিয়তার শীর্ষে ছিল হানিফ সংকেতের নির্মাণ ঈদের নাটক ‘দূরত্বের গুরুত্ব’। নাটকটি ফাগুন অডিও ভিশনের নিজস্ব চ্যানেলে এখন পর্যন্ত দর্শকরা দেখেছে প্রায় ৫ লাখ বার। গল্পের ভিন্নতা আর নানা রকম বৈচিত্র্য ছিল নাটকটিতে। ঈদের অনেক নাটকের মধ্যে করোনা নিয়ে একমাত্র সচেতনতামূলক নাটক এটি। একটি পারিবারিক গল্প নিয়ে রচিত এ নাটক। দুটি বাড়িতে পাশাপাশি দুটি পরিবার বসবাস করে। করোনার কারণে লকডাউনে থেকে এই দুই পরিবারের মধ্যে ঘটতে থাকে নানা ঘটনা।

করোনাকালে তাদের এ বিভিন্ন কার্যক্রম নিয়ে রচিত হয়েছে হানিফ সংকেতের এবারের নাটক ‘দূরত্বের গুরুত্ব’। এটিএন কর্তৃপক্ষ জানায়, প্রতিবারই হানিফ সংকেতের নাটকে আমাদের দর্শক থাকে বেশি। ঈদের দিনের ব্যস্ততা সত্ত্বেও দর্শকরা এ নন্দিত নির্মাতার নাটক দেখতে বসেন। কারণ সবাইকে সব চ্যানেলে একাধিকবার দেখা গেলেও ঈদের দিন হানিফ সংকেতের নাটক দেখা যায় শুধু একটি চ্যানেলে, আর তা এটিএন বাংলা। তাই আমাদের বরাবরের মতো এবারও এটিএন বাংলার এ নাটকটি ছিল পছন্দের শীর্ষে।

সর্বশেষ খবর