শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

আলোচনায় রুনা লায়লার দুই গান

শোবিজ প্রতিবেদক

আলোচনায় রুনা লায়লার দুই গান

গেলো বছরের শেষপ্রান্তে উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লার সুর করা দুটি গান দুটি ভিন্ন ইউটিউবে প্রকাশিত হয়েছিল। একটি গান তিনি নিজে গেয়েছিলেন এবং অন্য গানটিতে কণ্ঠ দিয়েছিলেন উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। গেল বছরের ১৬ নভেম্বর ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশিত হয় রুনা লায়লার জীবনের সুর করা দ্বিতীয় গান ‘ফেরাতে পারিনি’। গানটিতে তিনি নিজেই কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন কবির বকুল এবং সংগীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ। এখন পর্যন্ত গানটি উপভোগ করেছেন ২ লাখ ৩৬ হাজারেরও বেশি ভিউয়ার্স। এ গানটি প্রকাশের এক মাস পর অন্য একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় কবির বকুলেরই লেখা ও আশা ভোঁসলের গাওয়া ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’। এই গানটিরও সংগীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ। এ গানটি এখন পর্যন্ত ২ লাখ ৩৪ হাজারেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। রুনা লায়লা বলেন, ‘ফেরাতে পারিনি এবং চলে যাওয়া ঢেউ এই দুটি গানের জন্য বেশ সাড়া পাচ্ছি। গান দুটির সুর শ্রোতা দর্শকের মন ছুঁয়ে গেছে। গানের কথাও ভালো লেগেছে সবার। আমি সব সময়ই প্রতিটি গানেই নিজেকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করি। ফেরাতে পারিনি, আজ এতদিন পর এবং থাকো যখনই তুমি গান তিনটিতে শ্রোতা দর্শক গানে আমার উপস্থাপনকে নতুন করে পেয়েছেন। শ্রোতা দর্শকের কাছ থেকে যে সাড়া পাচ্ছি তাতে মুগ্ধ আমি। সত্যি বলতে কী এই গানগুলো বহুকাল শ্রোতা দর্শকের মনে থেকে যাওয়ার মতো গান। যে কারণে গানগুলোর শ্রোতাপ্রিয়তা বা দর্শকপ্রিয়তা রাতারাতি হওয়ার চেয়ে ধীরে ধীরে হওয়াটাই শ্রেয় বলে আমি মনে করি।

সর্বশেষ খবর