রবিবার, ৭ জুন, ২০২০ ০০:০০ টা

স্মরণের জানালায় লাকী আখন্দ

শোবিজ প্রতিবেদক

স্মরণের জানালায় লাকী আখন্দ

 আশির দশকের তুমুল জনপ্রিয় এক কণ্ঠশিল্পীর নাম লাকী আখন্দ। এই কিংবদন্তি গায়ক একাধারে অনন্য একজন সংগীত পরিচালক, সুরকার ও গীতিকার। মহান এই কণ্ঠ তারকার আজ ৬৪তম জন্মদিন। ১৯৫৬ সালের এদিনে তিনি ধরাকে আলোকিত করে নিজের আবির্ভাব জানান দেন সবাইকে। লাকী আখন্দ তার মেলোডি ধাঁচের গানের মাধ্যমে নিজের গায়কীকে করেছেন সমৃদ্ধ ও ব্যাপক। অঞ্জন দত্তের সপ্তম অ্যালবামে লাকী আখন্দকে নিয়ে লেখা গান ছিল- ‘দুজনে থাকে দুটো দেশে, দুজনেই গান বেঁচে খায়; গানে গানে কোনো এক মঞ্চে, হঠাৎ দেখা হয়ে যায়। এমন করে ভালোবাসা যেন ছড়িয়ে পড়েছিল ওপার বাংলাতেও। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে প্রকাশ পায় অসংখ্য অ্যালবাম শ্রোতানন্দিত ও ব্যাপক জনপ্রিয় গানের সুরকার, সংগীত পরিচালক শিল্পী লাকী আখন্দের। তাঁর প্রথম সলো অ্যালবাম ‘লাকী আখন্দ’।  ২০১৭ সালের ২১ এপ্রিল মারা যান তিনি।

সর্বশেষ খবর