সোমবার, ৮ জুন, ২০২০ ০০:০০ টা

শাবনূরের উদ্বেগ

শোবিজ প্রতিবেদক

শাবনূরের উদ্বেগ

দেশে করোনার প্রকোপ বেড়ে চলাতে চরম উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত এ অভিনেত্রী বলেন, দেশে যে হারে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে তাতে আমি মোটেও স্বস্তিতে নেই। ইচ্ছে করছে দেশে ফিরে অসহায় মানুষের পাশে দাঁড়াই। কিন্তু ফ্লাইট বন্ধ থাকাতে তাও পারছি না। শোবিজ জগৎসহ সর্বস্তরের মানুষকে বলব, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবার ও মানুষকে সুস্থ থাকতে সহায়তা করুন। গতকাল অস্ট্রেলিয়া থেকে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে শাবনূর আরও জানান, সেখানকার করোনা পরিস্থিতিও এখন ভালো না। ঘরবন্দী হয়েই থাকতে হচ্ছে সবাইকে। তবে সেখানকার মানুষ এ ব্যাপারে অনেক বেশি সচেতন। বাংলাদেশের মানুষও যদি শুরু থেকে সচেতন থাকত, যথাযথভাবে নিয়মকানুন মেনে চলত তাহলে ক্ষতির মাত্রা দ্রুত এত বেশি  ছড়াতো না। এখনো যদি সবাই সচেতন হয় তাহলে হয়তো অনেকে এই মহামারী থেকে বেঁচে যেতে পারে। ইচ্ছে করছে দ্রুত দেশে ফিরে চলচ্চিত্র জগৎসহ সর্বস্তরের অসহায় মানুষের পাশে দাঁড়াই, সবাইকে সহযোগিতা করি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর