বুধবার, ১০ জুন, ২০২০ ০০:০০ টা

সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন

শোবিজ প্রতিবেদক

সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন

এটিএন বাংলায় শুরু হতে যাচ্ছে ব্যতিক্রমী রিয়েলিটি শো ‘সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন ও আগামীর তারকা’। ‘দূরে থেকেও কাছে থাকা’ এই স্লোগানে লকডাউনের ঘরবন্দী জীবনে সুপ্ত প্রতিভা বিকাশে মেতে ওঠার জন্য এ আয়োজন করছে এটিএন মিডিয়া কমিউনিকেশন। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া দুই বাংলার অনলাইন একক সংগীত, নৃত্য ও একক অভিনয় প্রতিযোগিতায় ১০-১৮ এবং ১৯-৩০ বয়স ক্যাটাগরির দুটি বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন। আগ্রহী শিল্পীদের আগামী ২০ জুনের মধ্যে নিজের গাওয়া পূর্ণাঙ্গ একক সংগীত, একক অভিনয় অথবা একক নৃত্যের দুটি করে চার মিনিটের ভিডিওসহ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ Email: [email protected], ৮ জুন এটিএন বাংলা কার্যালয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন এটিএন বাংলা, এটিএন নিউজ ও এটিএন এমসিএল’র চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তিনি বলেন, স্যাটেলাইট চ্যানেলের জগতে সব সময়ই সব বিষয়ে এগিয়ে এটিএন বাংলা। বাংলা ভাষাভাষীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে এটিএন বাংলা এ ধরনের আয়োজন করেছে।

সর্বশেষ খবর