বুধবার, ১০ জুন, ২০২০ ০০:০০ টা

বর্ণবাদের বিরুদ্ধে জেনিফার অ্যানিস্টোন

শোবিজ ডেস্ক

বর্ণবাদের বিরুদ্ধে জেনিফার অ্যানিস্টোন

অন্য তারকাদের সঙ্গে বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মার্কিন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোন। বর্ণবাদ রুখতে ব্ল্যাক লিভস ম্যাটার মুভমেন্টকে সমর্থন জানিয়ে এক মিলিয়ন মার্কিন ডলার দিয়েছেন তিনি। শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার পর থেকে এ তহবিল দেন। ‘দ্য মার্ডার মিস্ট্রি’খ্যাত অভিনেত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে পুলিশ বর্বরতা এবং জাতিগত অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। গত ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার দেরেকের হাঁটুর চাপে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান নিরস্ত্র ফ্লয়েড। মারা যাওয়ার সময় শেষবার ফ্লয়েড বলেছিলেন, ‘প্লিজ, আই কান্ট ব্রিদ’। মাত্র সাত মিনিটে নিভে যায় তার জীবন প্রদীপ। এ ঘটনার পর থেকে উত্তাল হয়ে উঠে যুক্তরাষ্ট্র। নড়ে ওঠে বিশ্ব বিবেক। এরপর থেকে ফ্লয়েডের মৃত্যুর দাবিতে শুরু হয় বিক্ষোভ সমাবেশ।

সর্বশেষ খবর