মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

ইমনের সুর সংগীতে ডলি

শোবিজ প্রতিবেদক

ইমনের সুর সংগীতে ডলি

নব্বই দশকের শুরুতে সোহেল রানা পরিচালিত ‘ঘেরাও’ সিনেমায় মিল্টন খন্দকারের কথা ও আলম খানের সুর সংগীতে প্লে-ব্যাকে ডলি সায়ন্তনীর অভিষেক হয়। ‘ও দখিন হাওয়ারে, মনের মতো বন্ধু যদি পেতাম, ঢেউ ঢেউয়ের এই ভেলায় চড়ে সাত সাগরে হারিয়ে যেতাম’। নায়িকা ববিতার লিপে দর্শক এই গানটি সিনেমার রুপালি পর্দায় উপভোগ করেছিলেন। এরপর থেকে আজ অবধি সাত শতাধিকেরও বেশি সিনেমায় গান গেয়েছেন ডলি সায়ন্তনী। গুণী সুরকার, সংগীত পরিচালক শওকত আলী ইমনের সুর সংগীতেও অনেক সিনেমায় প্লে-ব্যাক করেছেন ডলি সায়ন্তনী। দীর্ঘ অর্ধযুগ পর আবারও ইমনের সুর সংগীতে একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন ডলি সায়ন্তনী। এবারের গানের শিরোনাম ‘লুকাইয়া রাখি’। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। বদিউল আলম খোকন পরিচালিত ‘আমার মা আমার বেহেস্ত’ সিনেমার জন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটি প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, ‘অর্ধযুগ পর এই করোনাকালে নিজেদের মধ্যে মান-অভিমান ভুলে গিয়ে প্রিয় শিল্পী ডলিকে দিয়ে একটি  প্লে-ব্যাক করালাম। সত্যিই ডলি সায়ন্তনী এক দুর্দান্ত সংগীতশিল্পী।’ ডলি সায়ন্তনী বলেন, ‘দীর্ঘ ছয় বছর পর শওকত আলী ইমনের সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি গেয়েছি, পর্দায় ঠোঁট মেলাবেন মাহিয়া মাহী’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর