বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ০০:০০ টা

বর্ণবৈষম্যের বিরুদ্ধে ব্র্যাড নতুন বিজ্ঞাপনে মায়মুনা মম

শোবিজ ডেস্ক

বর্ণবৈষম্যের বিরুদ্ধে ব্র্যাড নতুন বিজ্ঞাপনে মায়মুনা মম

করোনাকালে নিয়ম মেনে কাজ শুরু করলেন অভিনেত্রী, আরজে মায়মুনা মম। একটি তেলের বিজ্ঞাপনে কাজ করেন তিনি যেটি শিগগিরই টিভি চ্যানেলে প্রচার হবে। মম বলেন, এতদিন করোনার জন্য সব কিছু বন্ধ ছিল। নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে আবারও কাজ শুরু করলাম। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা শিগগিরই করোনা সংকট কাটিয়ে উঠতে পারব। মানুষের জীবন আবারও স্বাভাবিক হবে। অভিনেত্রী, মডেল ও আরজে মায়মুনা মম নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করছেন। একটি চলচ্চিত্রে পরমব্রতর বিপরীতেও কাজ করেছেন তিনি। আলোচিত টেলিফিল্ম ‘২২ এপ্রিল’ এ কাজ করেও ব্যাপক প্রশংসিত হন। চলচ্চিত্র ‘পায়রার চিঠি’তে প্রধান নারী চরিত্রে কাজ করেন মম। ষ শোবিজ প্রতিবেদকপিট-জেনিফার অ্যানিস্টোন

বর্ণবৈষম্যের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। যুগে যুগে এই  বৈষম্য দূর করতে কাজ করেছেন একদল মানুষ। তারা এই পৃথিবীর সব মানুষকে ধর্ম-বর্ণ নির্বিশেষে এক সুতোই বাঁধতে চেয়েছেন। এবার সেই মানুষের ভিড়ে দেখা গেল ব্র্যাড পিট ও তার সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টনকে। বর্ণবৈষম্য নিরসন করতে ২ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেন তারা। বর্ণবৈষম্য নিরসনে কাজ করা সংস্থা কলর অব চেঞ্জকে ১ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন পিট। ব্র্যাড পিটের প্রায় এক সপ্তাহ আগে ১ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন ব্র্যাডের সাবেক স্ত্রী জেনিফার। কিছুদিন আগে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে হত্যা করা হয়েছে। ২০ ডলারের জাল নোটে পণ্য ক্রয় করায় গত ২৫ মে গ্রেফতারের পর হত্যা করা হয় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে। হত্যাকারী পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন একজন শ্বেতাঙ্গ। ফ্লয়েড হত্যাকা-ে গভীরভাবে মর্মাহত হয়েছেন জেনিফার-ব্র্যাড।

সর্বশেষ খবর