শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

অসহায় মানুষের পাশে নাঈম

শোবিজ প্রতিবেদক

অসহায় মানুষের পাশে নাঈম

করোনা মহামারীর এ দুর্যোগে নিজেকে বাঁচাতে ঘরে বসে নেই চাঁদনী ছবি খ্যাত নায়ক নাঈম। অসহায় মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করেছেন তিনি। গ্রামের বাড়ি দেলদুয়ারের পাতরাইলে যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন নাঈম। রোগীদের কীভাবে ঢাকায় আনা যায় কিংবা ওখানে রেখে চিকিৎসা দেওয়া যায়, এসব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তাছাড়া করোনায় কাজ হারানো মানুষের সহযোগিতাও করছেন তিনি। নাঈম বলেন, আমার বাবার স্মৃতিবিজড়িত এ গ্রাম আমার আত্মার সঙ্গে মিশে আছে। এখানকার মানুষকে  শুধু সহযোগিতা নয়, নানাভাবে তাদের আনন্দ বিনোদন দিয়েও ভালো রাখার চেষ্টা করি। নাঈম অনেক আগেই গ্রামে একটি ক্লাব প্রতিষ্ঠা করেছেন। সেখানে প্রতিবছরের জানুয়ারিতে মাসব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা হয়। সে আসরে সেলিব্রিটিদের হাজিরায় অন্য মাত্রা লাভ করে গ্রামীণ ক্রিকেট। এরকম আরও সাংস্কৃতিক-সামাজিক কাজে জড়িয়ে আছেন নাঈম। ইচ্ছে গ্রামের মানুষের সুখ শান্তির স্থায়ী ব্যবস্থা করা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর