মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ ০০:০০ টা

কোনালের ‘বাংলার হাল ধরো’

শোবিজ প্রতিবেদক

কোনালের ‘বাংলার হাল ধরো’

করোনাকালে লকডাউনে থেকেও গান থেমে নেই সংগীতশিল্পী কোনালের। ঘরে বসে অনলাইনে মাস্টার্সের ক্লাস করছেন, নতুন গানে কণ্ঠও দিয়ে চলছেন। সম্প্রতি দুটি নতুন গান প্রকাশিত হয়েছে এই শিল্পীর। ‘বাংলার হাল ধরো’ শিরোনামের গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ-ভারতের এক ঝাঁক জনপ্রিয় শিল্পী। আর বাবা দিবস উপলক্ষে ‘আমার বাবা’ শিরোনামের গানটি ২১ জুন প্রকাশিত হয়েছে। দুই দেশের বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে করোনা ও আম্ফান নিয়ে তহবিল সংগ্রহে ‘বাংলার হাল ধরো’ গানে অংশ নেওয়ায় সংগীত পরিচালক শওকত আলী ইমনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কোনাল বলেন, বাংলাদেশ ও ভারতের বরেণ্য ও গুণী শিল্পীদের অংশগ্রহণে এই গানে আমিও অংশ নিয়েছি, এটা আনন্দ ও সম্মানের। করোনায় ঘরে বসে প্রায় ডজনখানেক গানে কণ্ঠ দিয়েছেন কোনাল। এসব গান থেকে প্রাপ্ত অর্থ করোনায় সংকটে থাকা নানা পেশার মানুষের সহযোগিতায় ব্যয় করেছেন। ‘বাংলার হাল ধরো’ গানে বাংলাদেশ থেকে আরও কণ্ঠ দিয়েছেন আবিদা সুলতানা, রফিকুল আলম, শওকত আলী ইমন, আঁখি আলমগীর। আর ভারত থেকে ঊষা উত্থুপ, মিতালি মুখার্জি, অন্তরা চৌধুরী, জলি মুখার্জি, রাঘব চ্যাটার্জি। আর ‘আমার বাবা’ গানে কোনাল ছাড়া আরও কণ্ঠ দিয়েছেন মাহাদী, কিশোর ও কর্নিয়া।

সর্বশেষ খবর