বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

লোক ঠকানো দৈত্য

শোবিজ প্রতিবেদক

লোক ঠকানো দৈত্য

বিশেষ এক কাজে তাদের নোয়াখালী ও কিশোরগঞ্জে পাঠানো হয়। পৃথিবীতে এসেই একজন ডায়াবেটিকস বাধিয়ে ফেলে। এরপর তারা আশ্রয় নেয় জঙ্গলে। এক নারীর ওপর ভর করে হুলুস্থূল বাধিয়ে দেয় এলাকায়। চার দৈত্যের এমনই গল্প নিয়ে নির্মিত হচ্ছে সাত পর্বের ধারাবাহিক নাটক। এটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। এতে অভিনয় করছেন ফারুক হোসেন, বড়দা মিঠু ও জামিল হোসেন। তাদের নেতা প্রদীপ কুমার চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। নাটকটির গল্পে দেখা যাবে, দৈত্যরা যেখানে তিনটি ইচ্ছে পূরণ করতে চায়, সেখানে একটি ইচ্ছে পূরণের অফার দেয় এই দৈত্যরা। কারণ তাদের বাজেট কম। আর এতেই গ্রামের মানুষ ভিড় করতে থাকে তাদের কাছে। এমনি চলে নাটকের গল্প। ঈদুল আজহায় নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর