বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

লকডাউনে স্মৃতি ফামির বই

শোবিজ প্রতিবেদক

লকডাউনে স্মৃতি ফামির বই

অন্য সবার মতো করোনার এই সময়ে লকডাউনে আছেন মডেল ও অভিনেত্রী স্মৃতি ফামি। কিন্তু লকডাউনের এই সময়টা এমনিতেই কাটাচ্ছে না তিনি। পুরো সময়টা কাজে লাগাতে ঘরে বসে শুরু করেছেন লেখালেখির কাজ। এ প্রসঙ্গে স্মৃতি ফামি বলেন, ‘একটা আর্টিকেল লিখেছি ফিল্ম জার্নালের জন্য ’ভার্চুয়াল রিয়েলিটি উইথ ফিল্ম টেকনিক স্টোরিটেলিং’। এ ছাড়া মিডিয়া নিয়ে আমার একটি বই লেখা আছে। লন্ডন থেকে বইটি পাবলিস্ট হবে শিগগিরই। আমার বইটি অনলাইনেও পাওয়া যাবে। ১০০ দিন লেগেছে বইটি লেখতে। এই লকডাইনের সময় লিখেছি বইটি। প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা রিসার্চে সময় দিয়েছি। ফিল্ম স্টাডিজ নিয়ে আমার পড়ালেখা শেষ হয়েছে ২০০৯ সালে। আর ২০১২ সালে আমি ফিল্মের ওপর আরেকটা ডিগ্রি নিই। অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার ঈদে আমার নাটকও প্রচারিত হবে। এ ছাড়া বাংলাদেশ এবং ভারতে ছবিতে অভিনয় প্রসঙ্গে কথা চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর