বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা

ববিতার উদ্বেগ...

শোবিজ প্রতিবেদক

ববিতার উদ্বেগ...

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেত্রী ববিতা চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন। করোনার কারণে যেভাবে দেশ-বিদেশে মানুষ আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে তা সত্যিই উদ্বেগজনক বলেন তিনি। ববিতা জানান, ইতিমধ্যে তার অনেক আত্মীয়-স্বজন ও পরিচিত জন করোনায় আক্রান্ত ও মৃত্যুবরণ করেছেন। তিনি জানান, তার বড় বোন সুচন্দা, দুই ভাই ও পুত্র অনীক এখন আমেরিকা ও কানাডায় আছেন। তাদের জন্য চিন্তায় ঘুম আসে না। ববিতার কথায় সংক্রমণ শুরুর প্রথম থেকেই মানুষ যদি সতর্ক হতো, স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলত তাহলে দেশে এত দ্রুত এই সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ত না। তিনি বলেন সরকারের একার পক্ষে সবকিছু সামাল দেওয়া সম্ভব নয়। এর জন্য জনগণের সহযোগিতা দরকার। এখনো অনেক জায়গায়, এমনকি লকডাউন করা স্থানেও অনেকে মাস্ক না পরে এবং সামাজিক দূরত্ব বজায় না রেখে চলাফেরা করছে। এতে সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। আমরা যদি করোনা ঝুঁকি থেকে বাঁচতে যথাযথ ভাবে সচেতন না হই তা হলে আরও বেশি করে মৃত্যু ঝুঁকি ও আর্থিক অসচ্ছলতার কবলে পড়ব আমরা। তখন একইসঙ্গে করোনা ও অনাহারে মৃত্যু ঘটবে। তাই সবার প্রতি এখনো অনুরোধ, নিয়ম কানুন মেনে দুর্যোগের হাত থেকে দেশকে রক্ষা করুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর