রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

ঊনআশিতে ফেরদৌসী রহমান

শোবিজ প্রতিবেদক

ঊনআশিতে ফেরদৌসী রহমান

আজ ঊনআশিতে পা দিলেন চিরসবুজ গানের পাখি ফেরদৌসী রহমান। তিনি প্রখ্যাত পল্লগীতি সম্রাট আব্বাস উদ্দীনের সুযোগ্য কন্যা। বহুমাত্রিক প্রতিভার অধিকারী চিরসবুজ এই কণ্ঠশিল্পী পল্লীগীতি, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক ও প্লেব্যাক-সব ধরনের গানই করেছেন। এই বয়সে এসেও তিনি সবক্ষেত্রে অদম্য। সাফল্যের স্বীকৃতিস্বরূপ একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা, সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের নানা পুরস্কারে সম্মানিত হয়েছেন। এখনো ‘এসো গান শিখি’ অনুষ্ঠান নিয়মিত করছেন। এর বাইরে বাবার নামে প্রতিষ্ঠিত আব্বাস উদ্দীন সংগীত একাডেমির পেছনে সময় দিচ্ছেন। ফেরদৌসী রহমান জীবনের প্রথম রেডিওর ‘খেলাঘর’ অনুষ্ঠানে গান করেন ১৯৪৮ সালে। ‘আসিয়া’ সিনেমাতে তারই বাবা পল্লীগীতি সম্রাট আব্বাস উদ্দীনের সুরে আবদুল করিমের লেখা ‘ও মোর কালারে’ গানটি করেন। অবশ্য তার আগেই ‘এদেশ তোমার আমার’ সিনেমা মুক্তির মধ্য দিয়ে একজন প্লেব্যাক সিঙ্গার হিসেবে তার অভিষেক হয়। করোনায় প্রিয় মানুষদের হারানো প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা একসঙ্গে কাজ শুরু করেছিলাম, তাদের অনেকেই আজ নেই। আবার শ্রদ্ধেয় আনিসুজ্জামান স্যার, শ্রদ্ধেয় কামাল লোহানী, মোস্তফা কামাল সৈয়দসহ আরও বেশকিছু প্রিয় মানুষ আমরা হারিয়েছি। মনটা সত্যিই ভেঙে গেছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর