সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা

শুভ্রদেবের স্মৃতির ডালি

শোবিজ প্রতিবেদক

শুভ্রদেবের স্মৃতির ডালি

নন্দিত কণ্ঠশিল্পী শুভ্রদেব। একাধারে তিনি একজন গীতিকার, সংগীত পরিচালক ও কম্পোজার। যেসব বাংলাদেশি শিল্পী এমটিভির তৈরি মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছেন, হ্যামিলনের বাঁশিওয়ালা খ্যাত এই জনপ্রিয় পপগায়ক তাদের প্রথম দিকের একজন। এই করোনাময় সময়ে তিনি স্মৃতির ডালি নিয়ে ফেসবুকে বসেছেন। প্রতিদিন তিনি তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন মধুর স্মৃতি শেয়ার করছেন ভক্তদের জন্য। তার গাওয়া আগের যত জনপ্রিয় গান, সেসব গানের পেছনের ইতিহাস তিনি তুলে ধরেছেন চমৎকার বর্ণনায়। ‘এই সেই বুকের জমিন, পালতোলা জাহাজে, অরুণ চৌধুরীর নির্মিত ছোট ছোট ঢেউ’ এর টাইটেল সং, পেপসির বিজ্ঞাপনে নিজেকে মডেল হিসেবে কাস্ট হওয়ার ইতিহাসসহ মাইকেল জ্যাকসনের সঙ্গে দেখা হওয়ার বিষয়ও তিনি রোমন্থন করেছেন। তিনি বলেন, ‘আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন দাদা আপনার এত অ্যালবাম আর গান হিট তাহলে আপনি অমুক পত্রিকার অ্যাওয়ার্ড কখনো কেন পাননি। আমার উত্তর ছিল মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি আর কোনো অ্যাওয়ার্ডের দরকার নেই। আন্তর্জাতিকভাবে সম্মান পেলেই হলো আর একটা আন্তর্জাতিক মাদার তেরেসা পুরস্কার পেলে কিছু লাগে না। ১২ বছর বয়সে জাতীয় পুরস্কার পেয়েছি, এত নিয়ে কী হবে। আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছি ১৯৯৩ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে যখন আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ তারকার সান্নিধ্য লাভ করেছিলাম। তাঁর হাতের লেখাও আছে আমার কাছে। গত ২৫ জুন ছিল মাইকেল জ্যাকসনের পৃথিবী থেকে চলে যাওয়ার দিন। তাই স্মরণ করি তাঁকে বার বার আর কখনো কি আসবে এত বড় মহাতারকা এই পৃথিবীতে?

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর