সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা

সুশান্তকে নিয়ে ঢাকায় ডকুফিল্ম

শোবিজ প্রতিবেদক

সুশান্তকে নিয়ে ঢাকায় ডকুফিল্ম

এখনো বলিউড অভিনয়শিল্পী সুশান্ত সিং রাজপুতকে নিয়ে আলোচনা থামছেই না। নেপোটিজম নিয়ে ভারতের তারকাদের পাশাপাশি বাংলাদেশের অনেকে কথা বলার চেষ্টা করছেন। এরই মধ্যে সুশান্ত সিং রাজপুতকে নিয়ে একটি ডকুফিল্ম বানালেন বাংলাদেশি পরিচালক জীবন শাহাদাৎ। পরিচালক জানিয়েছেন, ডকুফিল্মের দৈর্ঘ্য হবে ২০ মিনিটের। নাম ‘হত্যা শেষে আত্মহত্যা’। এটি পরিকল্পনা, চিত্রনাট্য ও উপস্থাপনা দেবাশীষ বিশ্বাস।’ কেন এই ডকুফিল্ম বানালেন? প্রশ্নে জীবন বলেন, ‘আমার মনে হয়েছে যে সুশান্তের সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। আর এমন ঘটনা বর্তমানে আমাদের সমাজের একটি চলমান বিষয়। এর মধ্যে উল্লেখযোগ্য দিক হলো অবমূল্যায়ন ও আত্মীয়করণ! এই বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরে একটু সচেতন করার চেষ্টা থেকে এই ডকুফিল্ম করার আগ্রহ জন্মেছে। ডকুফিল্মে আমি আরও দেখাতে চেষ্টা করেছি কতটা বাজে এবং মানসিক নির্যাতন একজন আধুনিক মননের মানুষকে অগ্রহণযোগ্য একটি সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। এই ডকুফিল্মটি গতকাল সন্ধ্যা ৭টায় দেবাটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

সর্বশেষ খবর