সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা

শহীদ করোনাকাল

শোবিজ প্রতিবেদক

শহীদ করোনাকাল

অন্য শিল্পীদের মতো ঘরবন্দী সময় কাটাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও দূরবীণ ব্যান্ড প্রধান সৈয়দ শহীদ। করোনার শুরুর সময় থেকে তিনি  নিজের বাড়ি চট্টগ্রামেই পরিবারের সঙ্গে আছেন। করোনার এই সময় কি করে পার করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি পরিবারসহ চট্টগ্রামে আছি। এখানে আমরা সবাই আছি। সময়টাকে উপভোগ করার চেষ্টা করছি। তিনি আরও বলেন ‘অনেকেই অনলাইনে শোও করছেন। কিন্তু আমি তা করছি না। তবে লকডাউনের এই তিন মাসে প্রায় ৫০টার বেশি গান লেখা হয়ে গেছে, মাত্র একটা গানের কথা নিজের কাছে ভালো লেগেছে, সুর করতে পেরেছি। তাও মুখটা (গানের অগ্রভাগ)। এখনো পুরো গানের সুর বাকি, মিউজিক বাকি, তারপর গান।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর