বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ ০০:০০ টা

শিমুলের পাঠশালা

শোবিজ প্রতিবেদক

শিমুলের পাঠশালা

বিরল কণ্ঠের মাধুর্যতা তার কণ্ঠে প্রতীয়মান। কণ্ঠের সেই ধ্বনি-প্রতিধ্বনি স্ফুলিত হয় অনুভূতির শেষ সীমা পর্যন্ত। বিমোহিত করে অন্তর আত্মাকে। তিনি নন্দিত আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। আবৃত্তি যে এতটা শক্তিশালী ও জনপ্রিয় একটি শিল্পমাধ্যম সেটি প্রতিষ্ঠার ক্ষেত্রে রয়েছে তার অনন্য অবদান। সম্প্রতি তিনি শুরু করেছেন অনলাইন আবৃত্তি ও প্রমিত উচ্চারণ প্রশিক্ষণ। যার নাম দিয়েছেন ‘শিমুলের পাঠশালা’। ১২ জুলাই থেকে মোট আটটি ক্লাস নিয়ে শুরু হচ্ছে তৃতীয় ব্যাচ। সহযোগিতায় বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। ক্লাস নেবেন আবৃত্তিকার শিমুল মুস্তাফা। কর্মশালাটি মূলত আবৃত্তিশিল্পী, গানের শিল্পী, খবর পাঠক-উপস্থাপক, শিক্ষকদের জন্য। এদিকে শিমুল মুস্তাফা আর তার সহধর্মিণী শারমিন মুস্তাফা ‘রাজবাড়ী সার্কেল’ আয়োজিত লাইভ শোতে আজ রাত ৯টায় আড্ডা ও আবৃত্তি পরিবেশনা নিয়ে হাজির হবেন। 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর