বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ ০০:০০ টা

নো-ল্যান্ডস ম্যান-এ ফরিদুর রেজা সাগর

শোবিজ প্রতিবেদক

নো-ল্যান্ডস ম্যান-এ ফরিদুর রেজা সাগর

আমেরিকা, ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘নো-ল্যান্ডস ম্যান’ চলচ্চিত্রে প্রযোজক হিসেবে যুক্ত হলেন ইমপ্রেস গ্রুপের ‘ফরিদুর রহমান সাগর’। এটি মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র। ‘নো-ল্যান্ডস ম্যান’-এ ৭০ ভাগ অংশের শুটিং হয়েছে নিউইয়র্কে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে। বাকি অংশের চিত্রায়ণ হয়েছে অস্ট্রেলিয়ার মেগান মিশেলে। নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করছেন। এই ছবিতে নওয়াজ উদ্দিন সিদ্দিকী ছাড়াও প্রযোজক হিসেবে আগে থেকেই যুক্ত আছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং আমেরিকান প্রযোজক শ্রীহরি সাঠে। এছাড়াও ছবিটিতে কো-প্রোডিউসার হিসেবে যুক্ত আছে বঙ্গবিডি। সম্প্রতি অস্কার বিজয়ী এ আর রহমান ছবিটিতে প্রযোজক হিসেবে নাম লিখিয়েছেন এবং প্রযোজনার পাশাপাশি এই চলচ্চিত্রে তিনি মিউজিক ডিরেক্টর হিসেবেও যুক্ত আছেন। ফরিদুর রেজা সাগরের প্রযোজনায়ই ফারুকী তার প্রথম সিনেমা ব্যাচেলর নির্মাণ করেন। এরপর মেইড ইন বাংলাদেশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং পিঁপড়াবিদ্যায়ও প্রযোজক ছিলেন সাগর।

সর্বশেষ খবর