শিরোনাম
শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

ফের সাত নির্মাতার স্বল্পদৈর্ঘ্য

শোবিজ প্রতিবেদক

ফের সাত নির্মাতার স্বল্পদৈর্ঘ্য

গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহীন, নূরুল আলম আতিক, অনিমেষ আইচ, দীপংকর দীপন, সাফায়েত মনসুর রানা, রাফি

গত ঈদে ঘরে বসে নির্মাণ করা হয়েছিল সাত পর্বের সাতটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সিরিজ ‘ঘরবন্দী সময়ের গল্প’ নামে। আগামী ঈদের জন্য ‘ঘরবন্দী সময়ের গল্প সিজন-২’ নির্মাণ করা হচ্ছে। এবারও সাত পরিচালক সাতটি পর্ব নির্মাণ করবেন। তবে এবার সুমন আনোয়ার ও গৌতম কৈরির বদলে থাকছেন দীপংকর দীপন ও রায়হান রাফি। সঙ্গে আছেন আগের সিরিজের গিয়াস উদ্দিন সেলিম, নূরুল আলম আতিক, শিহাব শাহীন, অনিমেষ আইচ ও সাফায়েত মনসুর রানা। চলতি মাসের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হওয়ার কথা আছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সিরিজটির গল্প ঘরবন্দী সময়কে ঘিরেই। এখন অভিনয়শিল্পী নির্বাচনের কাজ চলছে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে শুটিং শুরু হবে। কয়েকটি পর্বের গল্প, অভিনেতা-অভিনেত্রীর নাম চূড়ান্ত হয়নি এখনো। এটি আলফা আই স্টুডিওসের ব্যানারে নির্মিত হচ্ছে। প্রযোজক শাহরিয়ার শাকিল। গিয়াস উদ্দিন সেলিম ‘কোয়ারেন্টিন ২’, নূরুল আলম আতিক ‘শিকারি ফুল’, অনিমেষ আইচ ‘কে’, দীপংকর দীপন ‘আইসোলেশন’, সাফায়েত মনসুর রানা ‘মধ্যনায়ক ২’, রায়হান রাফি ‘নিঃশ্বাস’ পর্বগুলো নির্মাণ করবেন। শিহাব শাহীনের গল্পের নাম এখনো ঠিক হয়নি। পবিত্র ঈদুল আজহার দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত সাড়ে ৯টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে।

সর্বশেষ খবর