রবিবার, ১২ জুলাই, ২০২০ ০০:০০ টা

জাহিদ-প্রীতির গফুর কাকার তরমুজ

শোবিজ প্রতিবেদক

জাহিদ-প্রীতির গফুর কাকার তরমুজ

কালো ছেলে গফুর আর সুন্দরী জুলির অদ্ভুত প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ঈদের নাটক ‘গফুর কাকার তরমুজ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। নাটকে গফুর চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান এবং জুলি চরিত্রে সানজিদা প্রীতি। নাটকের আরও দুটি মজার চরিত্রে রয়েছেন জুলির মা শামিমা নাজনীন ও ব্যাচেলর গফুরের সিনিয়র বন্ধু ড. এজাজ। আরও রয়েছেন ইশতিয়াক আহমেদ রুমেল, সামিয়া নাহি, রাজু আহসান প্রমুখ। গফুরের গায়ের রং বুড়িগঙ্গার পানির মতো, জুলির ফর্সা। বুধবার বিকালে নারিন্দা লেন ধরে জুলি আসে। কালো ছেলে গফুরের মনের মধ্যে তখন ১০০টা গিরিবাজ পল্টি খায়। জুলি খায় তরমুজ। কালো ছেলে গফুরের রেলিংয়ে পা ঝুলিয়ে! গফুর জানতে চায় জুলি এত তরমুজ খায় ক্যান? জুলি বলে, তরমুজ খেলে গায়ের রং ফর্সা হয়। কালো ছেলে গফুর এবার তরমুজ খাওয়া শুরু করে। সিদ্ধান্ত নেয় তরমুজ খেয়ে খেয়ে গায়ের রং সাদা বানাবে। তারপর জুলির মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেবে! এমনি চলে নাটকের গল্প। জাহিদ হাসান বলেন, ‘কালো চেহারার চরিত্রে প্রথম কাজ করেছি। গল্পের প্রয়োজনে প্রচুর তরমুজ খেতে হয়েছে আমাকে। হিমু আকরামের সঙ্গে কাজ করে মজা। তার গল্প ভাবনা আলাদা হয়।’ প্রীতি বলেন, ‘ঈদে ৩/৪টার বেশি কাজ করি না। কিন্তু হিমু আকরামের এ গল্পটি পড়ে ভীষণ ভালো লেগেছে।’ নির্মাতা সূত্রে জানা যায়, নাটকটি ঈদে আরটিভিতে প্রচার হবে।

সর্বশেষ খবর