বুধবার, ১৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

বুলবুল আহমেদের প্রয়াণের দিন আজ

শোবিজ প্রতিবেদক

বুলবুল আহমেদের প্রয়াণের দিন আজ

২০১০ সালের ১৫ জুলাই না-ফেরার দেশে পাড়ি জমান ‘মহানায়ক’ বুলবুল আহমেদ। আজ তাঁর দশম মৃত্যুবার্ষিকী। করোনার কারণে তাঁর মৃত্যুবার্ষিকী তেমন করে পালিত হচ্ছে না বলে জানান মেয়ে ঐন্দ্রিলা আহমেদ। শুধু অনলাইন প্লাটফর্মে বুলবুল আহমেদ পরিবার সংযুক্ত হয়ে মহানায়কের স্মৃতিচারণ করবেন। ঐন্দ্রিলা বলেন, ‘লকডাউনের কারণে ফিজিক্যালি কিছু করতে পারছি না। তবে আমরা সবাই এদিন কিছু ফেসবুক লাইভে যুক্ত হয়ে বাবাকে স্মৃতিচারণ করব।’ এদিকে প্রয়াত গুণী এই অভিনেতার স্মৃতি ধরে রাখতে তাঁর পরিবার ও বুলবুল আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবীণ বরণীয় শিল্পীদের সম্মাননা দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এ বছর এ ‘মহানায়ক বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা ২০২০’ দেওয়া হয়েছে প্রবীণ অভিনেত্রী মীরানা জামানকে। বুলবুল আহমেদ অভিনীত প্রথম টিভি নাটক ছিল আবদুল্লাহ আল-মামুনের পরিচালনায় ‘বরফ গলা নদী’। চার শতাধিক নাটকে তিনি অভিনয় করেছেন। ১৯৭৩ সালে আবদুল্লাহ ইউসুফ ইমামের (ইউসুফ জহির) ‘ইয়ে করে বিয়ে’র মাধ্যমে প্রথম সিনেমায় অভিনয় শুরু করেন। ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ও ‘দেবদাস’-এই দুটি চলচ্চিত্র দিয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন সব শ্রেণির দর্শকের অন্তরে। তিনি প্রযোজক-পরিচালকও ছিলেন।

সর্বশেষ খবর