বুধবার, ১৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

রঙিন ফ্রেমেই মাহমুদ দিদার

শোবিজ প্রতিবেদক

রঙিন ফ্রেমেই মাহমুদ দিদার

শহুরে প্রেম, তার  সঙ্গে সংকুচিত দুনিয়া, জীবন বাস্তবতা, ভালোবাসার এক একটি মানবিক দিক আর ফ্যান্টাসি-এসবই মিলেমিশে একাকার হয়ে যায় মাহমুদ দিদারের গল্পে ও নির্মাণে। যার লেখায় প্রকাশিত হয় নিরীক্ষাধর্মী ও প্রথাবিমুখ গল্প। এই নির্মাতা নাট্য নির্মাণে ক্ষণিক বিরতি দিয়ে ব্যস্ত ছিলেন স্বপ্নের সিনেমা ‘বিউটি সার্কাস’ নিয়ে। যেই ছবিটির জন্য জয়া আহসান মাত্র দুই দিন সময় দিলেই মুক্তির জন্য প্রস্তুত হয়ে যাবে। এটি মুক্তির পর পরিকল্পনার তালিকায় রয়েছে সিনেমা ‘নাফাখুম’। সুখবর হচ্ছে, দিদার প্রায় দুই বছর পর টেলিফিল্ম ‘অলৌকিক সংসার’ নিয়ে ফিরছেন ছোট পর্দায়। ছোট পর্দায় ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্মাণটা যেহেতু জীবন-জীবিকার সঙ্গে জড়িয়ে আছে; অন্য বিকল্প কিছু ভাবাও দুরূহ হয়ে পড়েছে- তাই এই যাত্রাবিরতি ছেদ ঘটিয়ে ফিরলাম। শুধু নাটকই নয়, ব্যস্ততা বেড়ে যাবে ওয়েব ফিল্ম লেখা ও নির্মাণেও। রবির বিঞ্জ’র জন্য ‘২৫’ নামে ওয়েব প্রেজেন্টেশন প্রস্তুত। গুলিস্তান, কলিকাল, ওয়ানস আপঅন এ টাইম ইন ঢাকাসহ বঙ্গের জন্য ‘সাড়ে তিনহাত’ নামে ওয়েব স্ক্রিপ্ট লিখছি।’

সর্বশেষ খবর