সোমবার, ২০ জুলাই, ২০২০ ০০:০০ টা

পরীর ‘মুখোশ’

শোবিজ প্রতিবেদক

পরীর ‘মুখোশ’

করোনাভাইরাসের কারণে জীবনটা একরকম থেমেই গেছে। এরপরও জীবন নামের এই ঘড়িটা চালু রাখতে হবে। এটাই বাস্তবতা। যেহেতু সিনেমাই আমার ধ্যানজ্ঞান- তাই এই সিনেমা নিয়েই আবারও প্রত্যাবর্তন করছি। আশা করি এই করোনাকালের দুঃস্বপ্ন শিগগিরই কেটে যাবে। সবকিছুই আবার হয়ে উঠবে স্বাভাবিক। ইফতেখার শুভর ‘মুখোশ’ সিনেমায় সম্প্রতি চুক্তিবদ্ধ হন পরীমণি। নতুন সিনেমা সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন এই লাস্যময়ী। করোনাকালের এ সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে ‘লেখক’ নামে মনোনীত হয়, পরে নাম পরিবর্তন করে ‘মুখোশ’ করা হয়েছে। পরীমণির সঙ্গে নায়ক হিসেবে কে থাকবেন জানতে চাইলে নির্মাতা ইফতেখার শুভ বলেন, এখনই বলতে চাচ্ছি না। তবে প্রাথমিকভাবে সিয়ামকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। কারণ গল্পের চরিত্রে সিয়াম বেশ মানানসই। অন্যদিকে, সিয়াম-পরীর রসায়নটাও বেশ নজর কাটতে পারবে বলে মনে করি। শুভ আরও বলেন, চলতি বছরের শেষের দিকে শুটিং শুরুর ইচ্ছা আছে। করোনার কারণে মহরত করা সম্ভব না হলেও ট্রেইলার রিলিজ বা ফার্স্টলুক প্রোগ্রাম করার ইচ্ছা আছে। সেই দিন আমার ‘মুখোশ’ উপন্যাসের মোড়কও উন্মোচিত হবে। ব্যাচেলর ডটকম  প্রোডাকশনের ব্যানারে মুখোশ সিনেমাটি নির্মিত হচ্ছে। প্রযোজনা করছেন ইফতেখার শুভ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর