সোমবার, ২০ জুলাই, ২০২০ ০০:০০ টা

মিশা-জায়েদের পদত্যাগ চেয়ে মানববন্ধনে শিল্পীরা

শোবিজ প্রতিবেদক

মিশা-জায়েদের পদত্যাগ চেয়ে মানববন্ধনে শিল্পীরা

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের পদত্যাগ দাবিতে রাজপথে নেমেছেন শিল্পীরা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৮৪ জন অভিনয় শিল্পীর ভোটাধিকার অন্যায়ভাবে কেড়ে নিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান- এমন অভিযোগে তাদের পদত্যাগ চেয়েছেন ভোটাধিকার হারানো শিল্পীরা। গতকাল বেলা ১১টায় এফডিসির মূল গেটের সামনে ১৮৪ জন শিল্পী এই মানববন্ধনে অংশ নেন। সেই সঙ্গে আওয়াজ তোলেনÑ ‘যে নেতা শিল্পীদের সম্মান করেন না, তাকে আমরা চাই না।’ পাশাপাশি ভোটাধিকার ফেরত দেওয়ার দাবিও তোলেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, এই মিশা-জায়েদ অন্যায়ভাবে আমাদের সদস্যপদ বাতিল করেছেন। তারা বলেন আমরা নাকি কোনো শিল্পীই নই। অথচ আমরাও সিনেমার অপরিহার্য অংশ।

সর্বশেষ খবর