শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

চলচ্চিত্রে বারীর শেষ গান

শোবিজ প্রতিবেদক

চলচ্চিত্রে বারীর শেষ গান

প্রখ্যাত বংশীবাদক ও গায়ক বারী সিদ্দিকীর গান রেকর্ডিংয়ের মাধ্যমে ২০১৬ সালে শুরু হয় প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’ চলচ্চিত্রের কাজ। গানের রেকর্ডিং শেষ হলেও পরের বছর প্রয়াত হন এই শিল্পী। তাই বলা যায়, এটিই চলচ্চিত্রের জন্য গাওয়া শেষ গান তার। বাংলাঢোলে প্রকাশিত গানটির শিরোনাম ‘একদিন আমারও ছিল ঘর’। সুর ও সংগীতায়োজন করেছেন চিরতরুণ শিল্পী কুমার বিশ্বজিৎ। গানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমার অধিকাংশ গানে রয়েছে তার বাঁশি, গেয়েছি তার সুরেও। ইচ্ছে ছিল আমার সুরে অন্তত একটি গান তাকে দিয়ে গাওয়াব। এটি সেই গান। আমার সুরে আরেকটি গানে তিনি কণ্ঠ দেওয়ার কথা ছিল। কিন্তু হলো না। সেই গান গেয়েছেন তারই কন্যা এলমা।’ ‘ঢাকা ড্রিম’র কনটেন্ট পার্টনার বাংলাঢোল।

সর্বশেষ খবর