বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

যেভাবে ঈদ কাটাবেন করোনা আক্রান্ত তারকারা

যেভাবে ঈদ কাটাবেন করোনা আক্রান্ত তারকারা

শোবিজের অনেক তারকাই মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কেউ কেউ করোনার সঙ্গে এখনো লড়ছেন; আবার কেউ করোনাকে জয় করে দিব্যি ভালো আছেন। এদিকে সামনেই ঈদ। করোনা আক্রান্ত এসব তারকা কীভাবে ঈদ করবেন তা নিয়ে লিখেছেন- পান্থ আফজাল

 

রবি চৌধুরী

করোনা পজিটিভ সংগীতশিল্পী রবি চৌধুরী রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। গত ২৬ জুলাই রাতে করোনায় আক্রান্তের খবরটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান রবি চৌধুরী। রবি বলেন, ‘করোনা আমাকে ভালোবেসেছে। যদি পারেন দোয়া করবেন, দোয়া চাই। আর ঈদ! এভাবেই কেটে যাবে। দেখা হবে আবার।’ এদিকে রবি চৌধুরীকে বি পজিটিভ প্লাজমা দিয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠের সংগীতশিল্পী রাফসান মান্নান।

 

সাদিকা পারভীন পপি

চিত্রনায়িকা পপি করোনার সঙ্গে লড়ছেন। তিনি খুলনার নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নিচ্ছেন। পপি বলেন, শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। দুর্বলতা দেখা দেওয়ায় কিছুটা ভয় পেয়েছিলাম।’ তিনি এই সময়ে প্রচুর পরিমাণে গরম পানির ভাপ নিয়েছেন ও গরম পানির টোটকা পান করছেন। পপি প্রথম টেস্ট খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করিয়েছিলেন। সেখানে পজিটিভ ধরা পড়ে। আবার করোনা পরীক্ষা করানোর প্রস্তুতি নিচ্ছেন। পপি বলেন, ‘গতবার ঈদ কেটেছে লকডাউনে। এবারও কাটবে।’

 

সেলিম চৌধুরী

সংগীতশিল্পী সেলিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এর আগে তিনি ১০ দিন ধরে জ্বরে ভুগছিলেন। পরে করোনা টেস্ট করালে পজিটিভ আসে। সেলিম বলেন, ‘৪ জুলাই জ্বর নিয়ে করোনা টেস্ট করিয়েছিলাম। পজিটিভ হওয়ায় ৬ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছি। এদিকে ঈদ চলে এলো, কিছু করার নাই। ঘরবন্দী হয়েই ঈদ কাটাতে হবে। আমার জন্য দোয়া করবেন।’ সেলিম লকডাউনের আগেই গ্রামের বাড়ি চলে যান।

 

ইয়ামিন হক ববি

জুনের শেষ সপ্তাহ থেকে ববি অসুস্থতা অনুভব করেন। তার শরীরে করোনার প্রায় সব উপসর্গ দেখা দেয়। সঙ্গে সঙ্গে ববি তার নিজ বাসায় আইসোলেশনে যান। তবে এখন তিনি সুস্থ আছেন বলে জানা যায়। ববি বলেন, ‘২৬ জুন থেকে করোনার প্রায় সব উপসর্গ আমার মধ্যে ছিল। জ্বর, গলা ব্যথা, কাশি, খাবারে অরুচি, খেতে গেলে কোনো স্বাদ পাচ্ছিলাম না। সিওর ছিলাম করোনা হয়েছে! তাই আর টেস্ট করিনি। প্রায় চার সপ্তাহ বাসায় থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছি। আর গতবারের মতো এবারও ঘরবন্দী হয়েই ঈদ কেটে যাবে।’

 

মাসুদ হাসান উজ্জ্বল

চলচ্চিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে করোনাকে জয় করে তিনি বর্তমানে সুস্থ। মাসুদ হাসান উজ্জ্বল নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি আসলে ঘাপটি মেরে করোনা জয়ের কাছাকাছি পৌঁছে তার পরে ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছি যে, আমি করোনা আক্রান্ত হয়েছি। শুরুতেই জানাইনি কারণ চেয়েছি সম্পূর্ণ মনোবল এক করে সুস্থতা নিশ্চিত করতে। ঈদ পরিবারের সঙ্গেই কাটাব। ঘরেই থাকব।’

 

জিনাত বরকতুল্লাহ

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর মা নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ। ২৭ জুলাই রাতে ফেসবুকে বিজরী বরকতুল্লাহ মায়ের করোনা পজিটিভ হওয়ার খবর জানান। জিনাত বরকতুল্লাহ এখন রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। এদিকে বিজরী তার মায়ের জন্য বি পজিটিভ প্লাজমা খুঁজে পেয়েছেন। জানা যায়, আগের বারের মতো এবারও চুপিসারে চলে যাবে বিজরীর পরিবারের ঈদ।

 

তমা মির্জা

চিত্রনায়িকা তমা মির্জা করোনা পজিটিভ হন। তবে তিনি একা নন, সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত। তমা মির্জা বলেন, ‘১০ জুলাই সকালে আমারও করোনা রেজাল্ট পজিটিভ আসে। এখন আইসোলেশনে আছি।’ এদিকে পরিবারের সঙ্গেই ঈদ করবেন তমা মির্জা।

সর্বশেষ খবর