শনিবার, ৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

১৫ আগস্টের ঘটনা নিয়ে ‘আগস্ট ১৯৭৫’

শোবিজ প্রতিবেদক

১৫ আগস্টের ঘটনা নিয়ে ‘আগস্ট ১৯৭৫’

১৫ আগস্ট, বাংলাদেশের জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই ভয়াল ঘটনা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’। ছবিটি আগস্ট মাসের যে কোনো সপ্তাহে সারা দেশে একযোগে প্রদর্শনের জন্য বন্ধ সিনেমা হল খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছে এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এ ছবিটির মুক্তি উপলক্ষে সম্প্রতি এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির অভিনেতা আনিসুর রহমান মিলন, চিত্রনাট্যকার ও পরিচালক সেলিম খান, তিন প্রযোজক আফছার উদ্দিন ভূঁইয়া, কাজী মিজানুর রহমান এবং নাসির উদ্দিন, পরিচালক সমিতির উপমহাসচিব শাহীন সুমন, শিল্পী সমিতির সহসভাপতি ডিপজল, রুবেল, সাধারণ সম্পাদক জায়েদ খান, নির্বাহী সদস্য অঞ্জনা, দিলারা প্রমুখ। দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে জানানো হয়, এ চলচ্চিত্রের আয়ের অর্থ বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টে প্রদান ও বন্যাদুর্গতদের সাহায্যার্থে ব্যয় করা হবে। বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনের জন্য শোকাবহ আগস্ট মাসের যে কোনো দিন ছবিটি সারা দেশের সিনেমা হলে প্রদর্শনের জন্য সরকারের কাছে প্রত্যাশা এর প্রযোজকদের। চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তৌকীর আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, তানভীন সুইটি, আনিসুর রহমান মিলন, তাসকিন রহমান ও মাজনুন মিজানসহ আরও অনেকে।

সর্বশেষ খবর