রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নিজেকে জানতে শিখেছি

আলাউদ্দীন মাজিদ

নিজেকে জানতে শিখেছি

শাবনূর

‘করোনাকালে নিজেকে জানতে শিখেছি। আসলে লকডাউনে একাকী মানুষ প্রথমে নিজেকে নিয়েই ভাবে।  একা থাকলে মানুষের মনে অনেক ভাবনাই আসে। বিশেষ করে নিজের জীবনের হিসাব-নিকাশের খাতা খুলে বসে। আমার বেলায়ও তাই হয়েছে।’ বললেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এ অভিনেত্রী বর্তমানে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সে দেশেরও নাগরিক তিনি। সম্প্রতি মুঠোফোনে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের মানুষের সহায়তা যতটুকু সম্ভব এখানে বসে করছি। ইচ্ছা করে দ্রুত দেশে ফিরে চলচ্চিত্র জগতের অসহায় মানুষসহ সবার পাশে দাঁড়াই। ফ্লাইট চালু হলেই ছুটে আসব। শাবনূর বলেন, আমার অভিনয় জীবনের বেশির ভাগ স্থানজুড়ে আছে সালমান শাহ। আগামী মাসে তার প্রয়াণ দিবস। সালমানকে প্রথম দেখার স্মৃতি বর্ণনা করতে গিয়ে শাবনূর বলেন, ‘১৯৯৩ সাল। আমি তখন অষ্টম শ্রেণিতে পড়ি, চলচ্চিত্রে আসিনি। একদিন এহতেশাম দাদুর সঙ্গে এফডিসিতে গিয়েছি, সেদিন ঝরনা স্পটে সালমান শাহ শুটিং করছিল। দূর থেকে একটু দেখেছিলাম তাকে। তখনো তার কোনো সিনেমা মুক্তি পায়নি। এর মধ্যে আমি ‘চাঁদনী রাতে’ সিনেমায় কাজ শুরু করি। তারপরই সালমান শাহর ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায় এবং সুপারহিট হয়। এরপর আমার সঙ্গে সালমানের ‘তুমি আমার’ সিনেমার অফার এলো। আমার ও সালমানের প্রথম শুটিং ছিল এমন, আংটি পরা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। এভাবেই তার সঙ্গে আমার প্রথম দেখা। তার অকালে চলে যাওয়া পর্যন্ত আমরা ছিলাম ভালো বন্ধু। তার স্মৃতি এ মন থেকে কোনো দিন মুছে যাবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর