রবিবার, ৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বানভাসি মানুষের পাশে হানিফ সংকেত

শোবিজ প্রতিবেদক

বানভাসি মানুষের পাশে হানিফ সংকেত

টিভি পর্দায় দেখা হানিফ সংকেত আর দুর্গম এলাকায় বন্যাপীড়িত মানুষের মাঝে হানিফ সংকেত, এ এক অতি সাধারণ মানুষের প্রতিচ্ছবি। ঝলমলে আলোকোজ্জ্বল মঞ্চের বাইরে তিনি যে এক অতি সাধারণ মানুষ যার প্রাণ কাঁদে দুঃখী মানুষের বেদনায়। বন্যার কারণে এখন দেশের অনেক অঞ্চলের বানভাসি মানুষ মানবেতর জীবনযাপন করছে। নেই মাথার ওপর আচ্ছাদন, নেই প্রয়োজনীয় খাদ্য, সঙ্গে আবার মৌসুমি বৃষ্টি। মানুষের এ দুঃসময়ে গত ৪ আগস্ট, মঙ্গলবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের মাকড়া ও শ্রীপুরের দুর্গম চরাঞ্চলের ২০০টি পরিবারের মাঝে জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেতের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ময়দা, মুড়ি, চিঁড়া, চিনি, ডাল, স্যালাইন, লবণ ও বিস্কুট। ইত্যাদিতে প্রদর্শিত ফেসবুকের মাধ্যমে সেবাদানকারী মামুন বিশ্বাস হানিফ সংকেতের পক্ষ থেকে চরাঞ্চলে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং গত ৬ আগস্ট বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলার সিংগাইরের ফোর্ডনগর এলাকার শতাধিক বানভাসি পরিবারের মধ্যেও কিছু খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সিংগাইরস্থ হানিফ সংকেতের শুটিংস্পটের কর্মী এবং স্থানীয় কিছু যুবককে নিয়ে হানিফ সংকেত বানভাসি মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

সর্বশেষ খবর