সোমবার, ১০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

উকুলেলে বিক্রি না করেও ২৫ লাখ!

শোবিজ প্রতিবেদক

উকুলেলে বিক্রি না করেও ২৫ লাখ!

বন্যা দুর্গতদের সাহায্যার্থে নিজের জীবনের প্রথম কেনা প্রিয় উকুলেলেটি নিলামে তুলতে চেয়েছিলেন গায়ক ইমরান। বাংলাদেশ প্রতিদিন এ নিয়ে প্রথম সংবাদ প্রকাশ করে। এরই পরিপ্রেক্ষিতে ইমরান তার উকুলেলেটি নিলামে তুলতে যোগাযোগ করেন চ্যারিটি প্রতিষ্ঠান কানেক্ট দ্য ডটস’র প্রতিষ্ঠাতা তানভীর শাহরিয়ার রিমনের সঙ্গে। নিলামে না তুলে রিমন তার প্রিয় উকুলেলে তার কাছেই রাখতে বলেন। এরপর তানভীর শাহরিয়ার রিমনের ভ্যারিফাইড ফেসবুক প্রোফাইল থেকে লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লাইভ অনুষ্ঠানে যুক্ত হন চট্টগ্রাম কর্ণফুলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাফিয়া গাজী রহমান এবং রোটারিয়ান রাশেদুল আমিন। তারা ২ হাজার তৈরি পোশাক ও নগদ ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। কাজী আইটির চেয়ারম্যান মাইক কাজী ৪০ হাজার টাকা, কানেক্ট দ্য ডটস’র সহ-প্রতিষ্ঠাতা রোকসানা শাহরিয়ার ৫০ হাজার টাকা এবং কানাডা প্রবাসী ব্যবসায়ী ইফতি ১ হাজার ডলার দেওয়ার কথাও জানান। ‘মানুষ মানুষের জন্য’ ফাউন্ডেশনের সভাপতি চন্দ্রনাথ ১৫ লাখ টাকার ত্রাণ তহবিল দেন। সব মিলিয়ে প্রায় ২৫ লাখ টাকার সমপরিমাণ সহযোগিতা নিয়ে আগামী সপ্তাহ থেকে কাজে নামছে ইমরানের মেড ইন বাংলাদেশ, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এবং কানেক্ট দ্য ডটস ফাউন্ডেশন। বন্যাকবলিত ১৫টি জেলায় তারা পৌঁছে দেবেন এ সহযোগিতা। ইমরান বলেন, ‘এত মানুষ যে এগিয়ে আসবেন সেটা ছিল কল্পনাতীত। কানেক্ট দ্য ডটসকে কৃতজ্ঞতা উকুলেলে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য।’

সর্বশেষ খবর