মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বিব্রত শাকিব খান

শোবিজ প্রতিবেদক

বিব্রত শাকিব খান

ব্রিবতকর অবস্থায় পড়েছেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। তার এই বিব্রত হওয়ার কারণ প্রসঙ্গে তিনি জানান, ১ আগস্ট একটি বেসরকারি টিভি চ্যানেল তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে। এতে টিভি চ্যানেলটির স্ক্রিনে তার মোবাইল নম্বর প্রদর্শন করা হয়। এরপর থেকেই তার কাছে অসংখ্য অনাকাক্সিক্ষত ফোন কল আসতে শুরু করে। এতে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। শাকিবের কথায় সবার শত্রু থাকে, হয়তো আমারও আছে। শত্রুতার বশে যে কেউ কারও বিরুদ্ধে অপপ্রচার চালাতেই পারে। এই অনুষ্ঠানটিতেও তাই হয়েছে। এ বিষয়ে টিভি চ্যানেল কর্তৃপক্ষের কাছে প্রতিবাদলিপি পাঠিয়েও কোনো প্রতিকার পাইনি। এতে আমার কোনো দুঃখ বা অস্বস্তির কিছু নেই। শাকিব খান বলেন, আমার বিরুদ্ধে ওই প্রতিবেদনে যেসব মিথ্যাচার করা হয়েছে তা যদি সত্য হতো তাহলে দীর্ঘদিন ধরে আমি এদেশের চলচ্চিত্র জগতে টিকে থাকতে পারতাম না। এ নিয়ে আমার কোনো মাথাব্যথাও নেই। আমার প্রশ্ন হলো একজন শিল্পীর টেলিফোন নম্বর গণমাধ্যমে প্রকাশ করা কী অপরাধ নয়। এতে কী ওই শিল্পীর প্রাইভেসি ক্ষুণ্ন হয় না? ওই নম্বরটি আমার ব্যাংক একাউন্টসহ গুরুত্বপূর্ণ অনেক জায়গায় দেওয়া আছে। নম্বরটি সবাই জেনে যাওয়ায় এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এর দায় কে নেবে? প্রখ্যাত চলচ্চিত্রকার ও স্টামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষক ও গবেষক মতিন রহমান বলেন, আমি মনে করি শুধু শাকিব খান কেন, কারও ব্যক্তিগত কোনো বিষয় অন্য কেউ প্রকাশ করা মানে নৈতিকতার বিরুদ্ধে যাওয়া। এটি তো ৯৯৯-এর মতো গণনম্বর নয় যে, এভাবে প্রকাশ করতে হবে। প্রখ্যাত চলচ্চিত্র সাংবাদিক ও বাচসাসের সাবেক সভাপতি আবদুর রহমান বলেন, কারও ব্যক্তিগত কোনো কিছু তার অনুমতি ছাড়া প্রকাশ অন্যায়। এতে তার প্রাইভেসি নষ্ট হয়। কেন এমন অযৌক্তিক কাজ করা হলো বুঝতে পারছি না।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর