শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

স্টার সিনেপ্লেক্সের ৭ দফা দাবি

শোবিজ প্রতিবেদক

স্টার সিনেপ্লেক্সের ৭ দফা দাবি

সরকারের সহায়তা না পেলে বন্ধ হয়ে যাবে দেশের অভিজাত মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স! ১২ আগস্ট সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক মাহবুব রহমান রুহেল। প্রধানমন্ত্রী বরাবর পড়ে শোনালেন তাদের ৭ দফা দাবি। মহাখালীর এস কে এস টাওয়ার শাখায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি মাল্টিপ্লেক্স খুলে দেওয়ার পক্ষে অভিমত দেন। মাহবুব রহমান রুহেলের দাবি, ‘দীর্ঘ প্রায় ১৬ বছর দেশি ও বিদেশি সুস্থ ধারার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে হলবিমুখ দর্শকদের পুনরায় হলমুখী করতে সক্ষম হয়েছে স্টার সিনেপ্লেক্স। হলিউডের নতুন নতুন সব ছবির পাশাপাশি সুস্থ ধারার দেশীয় ছবিও নিয়মিতভাবে প্রদর্শিত হয় এখানে।’ ইতিমধ্যে ১৫টি স্ক্রিন রয়েছে মাল্টিপ্লেক্সটির। কিন্তু করোনার কারণে হলসমূহ বন্ধ। ফলে প্রতিদিন বিপুল পরিমাণ লোকসান গুনতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। রুহেল প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘এই দুঃসময়ে আমাদের শেষ ভরসা মাননীয় প্রধানমন্ত্রী। তিনিই পারেন এ চলচ্চিত্রশিল্প এবং এর সঙ্গে জড়িত হাজার হাজার মানুষ ও তাদের পরিবারকে রক্ষা করতে।’

সর্বশেষ খবর