রবিবার, ১৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

দ্য রোডসের প্রথম একক

শোবিজ প্রতিবেদক

দ্য রোডসের প্রথম একক

দ্য রোডস ব্যান্ড এ বছরই প্রকাশ করতে চলেছে তাদের প্রথম একক অ্যালবাম। এ সম্পর্কে কথা হয় ব্যান্ডের গিটারিস্ট ও ম্যানেজার জাকি মাহমুদের সঙ্গে। তিনি জানান, আসছে অ্যালবামে মোট গানের সংখ্যা ৭টি। এখানে আমরা মিউজিক্যাল বেশ কিছু নিয়ে কাজ করেছি। যেমন- মেলোডিক, রক, ব্লুজ, হার্ডরক এবং এক্সপেরিমেন্টাল। আমাদের অ্যালবামের নাম ‘একদিন’।

গানগুলোর কথা হচ্ছে মনে পড়ে, স্মৃতির মিছিল, একদিন, ফিরে চলো বৃষ্টি, জাদুখেলা, ঢেউ, অসহায় হাসি। সবগুলো গান লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের লিড ভোকাল ও গিটারিস্ট, আপেল মাহমুদ। বেশ কিছু গান আমরা ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় সব বেসরকারি এফএম ও বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় অনলাইন এফএমে প্রকাশ করেছি এবং আমরা শ্রোতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। তিনি আরও জানান, দ্য রোডস আজ থেকে ৯ বছর আগে জাকি মাহমুদ, আপেল মাহমুদ ও তাদের আরও কয়েকজন বন্ধুর হাত ধরে ২০১১ সালে শুরু করে যাত্রা। ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন আপেল মাহমুদ (লিড ভয়েস ও গিটার), জাকি মাহমুদ (গিটার এবং ব্যান্ড ম্যানেজার), ব্লেজ রডরিগ্রস (বেস গিটার), সিরাজুল মুন্না (ড্রামস এবং পার্কাসিউশন), আপেল মাহমুদ লাবু (কিবোর্ড)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর