বুধবার, ১৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

মুম্বাইয়ে সঞ্জয় দত্তের চিকিৎসা শুরু

শোবিজ ডেস্ক

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এটা কমবেশি অনেকেই জানেন। নতুন খবর হলো, ৬১ বছর বয়সী এই অভিনেতার চিকিৎসা শুরু হয়েছে ভারতের মুম্বাইয়ে। রবিবার দুপুর ১২টার দিকে সঞ্জয় দত্ত তার বোন প্রিয়া দত্তের সঙ্গে মুম্বাইয়ে লীলাবতী হাসপাতালে পৌঁছান। চিকিৎসক আসার আগ পর্যন্ত তিনি হাসপাতালের বাইরে গাড়িতেই অপেক্ষা করেন। পরে তিনি হাসপাতালের প্রবীণ চিকিৎসক ও সিনিয়র পালমোনোলজিস্ট ডা. জলিল পার্কারের সঙ্গে ব্যাপক পরামর্শ করেন। চিকিৎসার জন্য সঞ্জয় বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালেই অবস্থান করেন। শনিবার বোনের সঙ্গে সঞ্জয় দত্তকে আন্দ্রেইর কোকিলাবেন হাসপাতালে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই সঞ্জয় দত্তের কেমোথেরাপি শুরু হবে। এর আগে গত মঙ্গলবার সঞ্জয় দত্তের ক্যান্সারে আক্রান্তের খবর প্রকাশ্যে আসে। অভিনেতা শেখর সুমনের ছেলে আদিত্য সুমন টুইট করেন সঞ্জয় দত্তের ক্যান্সারের খবর জানিয়ে। সেখানে আদিত্য লেখেন, সঞ্জয় স্যারের ক্যান্সার ধরা পড়েছে। তার আরোগ্য কামনাও করেন আদিত্য। সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে তৃতীয় পর্যায় বা থার্ড স্টেজে পৌঁছে গেছেন বলে জানা গেছে।

সর্বশেষ খবর