বুধবার, ১৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

পন্ডিত যশরাজের প্রয়াণ

শোবিজ ডেস্ক

পন্ডিত যশরাজের প্রয়াণ

ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি একবার এক আয়োজনে আমন্ত্রণ করলেন পন্ডিত যশরাজকে। তখন ছিল মে মাস, রাত ছিল পূর্ণিমার, আকাশও পরিষ্কার। কিন্তু যশরাজের সেদিন খুব ধুলিয়া মালহার গাইতে ইচ্ছা করছে। বর্ষার আগে ধূলিঝড় হয়, তারপর বৃষ্টি নামে এর সুর নিয়েই রাগ ‘ধুলিয়া মালহার’। যশরাজ গাইতে শুরু করলেন। ২০ মিনিটের মধ্যে শুরু হয়ে গেল ধূলিঝড়, তারপর প্রচন্ড বৃষ্টি! বাজপেয়ি সেদিন যশরাজের নাম দিলেন ‘রসরাজ’। তাকে বলা হতো একালের ‘তানসেন’। সোমবার থেমে গেল সেই কিংবদন্তিতুল্য শাস্ত্রীয় সংগীতশিল্পীর কণ্ঠ। প্রয়াত হলেন পদ্মবিভূষণ পন্ডিত যশরাজ। তার প্রয়াণের মধ্য দিয়ে শেষ হলো ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এক সোনালি অধ্যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পন্ডিত যশরাজ। তার বয়স হয়েছিল ৯০ বছর। সংবাদ সংস্থা পিটিআইকে শিল্পীর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তার মেয়ে দুর্গা যশরাজ। আট দশকেরও বেশি সময় ধরে সংগীত সাধনা করে আসছেন পন্ডিত যশরাজ। ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে তিনি পৌঁছে দিয়েছেন বিশ্বসংগীতের দরবারে। জন্ম দিয়েছেন রূপকথার মতো নানা ঘটনার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর