বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

জ্যাকুলিনের মানবতা

শোবিজ ডেস্ক

জ্যাকুলিনের মানবতা

বলিউড হার্টথ্রব জ্যাকুলিন ফার্নান্দেজ মহারাষ্ট্রের দুটি গ্রাম পথার্দি এবং সকুরের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী তিন বছরের জন্য এই দুটি গ্রাম তিনি দত্তক নিয়েছেন। জ্যাকুলিন জানিয়েছেন, ওই দুই গ্রামের মোট ১৫৫০ জনকে আগামী তিন বছর খাওয়াবেন তিনি। একটি সাক্ষাৎকারে জ্যাকুলিন জানান, গ্রামের মানুষের জন্য খাবার সরবরাহের পুরো দায়িত্ব তিনি নিয়েছেন। কারণ এই গ্রামের অনেকেই অপুষ্টিতে ভোগেন। অভিনেত্রী বলেন, বেশ কিছুদিন ধরেই আমার মাথায় এই বিষয়টি এসেছিল। মহামারীর জন্য এ বছরটাও আমাদের সবার কাছে খুব কঠিন। সমাজের একটা বড় অংশের মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসের জন্যই খুব লড়াই করছেন। ১৫৫০ জনকে এই প্রকল্পে দেখাশোনা করা হবে বলে জানান জ্যাকুলিন। গ্রামের শিশু এবং অন্যদের অপুষ্টিজনিত রোগের চিকিৎসা করা হবে। গ্রামের মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করা হবে। ১৫০ জন মহিলাকে নবজাতক দেখাশোনার বিষয়ে সচেতন করা হবে। এই প্রকল্পের একদম সামনে থেকে যারা কাজ করবেন এমন ৭ জনকে প্রশিক্ষণ দেওয়ার কথাও বলেন এই অভিনেত্রী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর