রবিবার, ২৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

পূর্ণিমার টিপস...

শোবিজ প্রতিবেদক

পূর্ণিমার টিপস...

করোনার কারণে যখন স্থবির চলচ্চিত্রপাড়া তখন অন্য তারকাদের মতো অভিনেত্রী পূর্ণিমাও লকডাউনে থেকে নিজেকে চেনার চেষ্টা করেছেন। সুস্থ থাকার উপায় নিয়ে ভেবেছেন। কম করে হলেও পাঁচ মাসের গৃহবন্দী জীবন কেটেছে তার সংসারের নানা কাজকর্মের মাধ্যমে। সময় কেটেছে পরিবারের সঙ্গে। আগে কাজের ব্যস্ততায় স্বামী-সন্তানকে তেমন সময় দিতে না পারলেও পেন্ডমিকে তা সম্ভব হয়ে উঠেছে। বর্তমানে করোনা পরিস্থিতি যখন স্বাভাবিক হতে শুরু করেছে তখন আবার তার অসমাপ্ত দুই চলচ্চিত্র নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘জ্যাম’ ও ‘গাঙচিল’-এর কাজের জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি পূর্ণিমা করোনা থেকে মুক্ত থাকার টিপসও দিলেন দর্শক-ভক্তদের।  শুক্রবার সকালে তার ফেসবুক পেজে পোস্ট করা সমুদ্রপাড়ের ছবি শেয়ার করে ইংরেজিতে ক্যাপশন লিখেছেন, রোদে থাকুন, সাগরে সাঁতার কাটুন, মুক্ত বাতাস পান করুন। এতেই তার ভক্তদের বুঝতে অসুবিধা হলো না তার সুস্থ আর রূপের ঝলকের কারণ। ভক্তরা জানান দেন, তারাও তার মতো সুস্থ থাকতে চান। পূর্ণিমা বলেন, এতে শুধু রূপ সৌন্দর্য অটুট থাকবে না, করোনার হাত থেকেও রক্ষা পাওয়া যাবে। তার কথায় রোদে আছে প্রচুর পরিমাণে ভিটামিন-ডি। এই ভিটামিনের ঘাটতি হলেই করোনা শরীরে জেঁকে বসবে। সুতরাং আর দেরি নয়, রোদ্রস্নাত হোন, সাগরে সাঁতার কেটে ভেসে বেড়ান আর বুকভরে মুক্ত বাতাস নিন। ব্যস হয়ে গেলেন করোনামুক্ত আর একেবারে ফ্রেশ, আর কি চাই বলুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর