শিরোনাম
রবিবার, ২৩ আগস্ট, ২০২০ ০০:০০ টা

প্রবাসে বেবীর অন্যরকম দিন

শোবিজ প্রতিবেদক

প্রবাসে বেবীর অন্যরকম দিন

কৃষ্ণ হীরক কিংবা ব্ল্যাক ডায়মন্ড এই উপাধিগুলো শুনলেই বোঝা যায় কথা হচ্ছে বেবী নাজনীনকে ঘিরে। বাংলাদেশের স্বনামখ্যাত সংগীত তারকা। আধুনিক বাংলা গানের বাজারে রয়েছে যার সর্বাধিক সংখ্যক একক (৫০টি একক এবং দুইশরও বেশি মিশ্র) ও মিশ্র অ্যালবাম। আজ এই তারকার জন্মদিন। এ মুহূর্তে তিনি অবস্থান করছেন আমেরিকার নিউইয়র্কে। গত মার্চেই তার ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে নিউইয়র্ক লকডাউন হওয়ায় ঢাকায় ফেরা হয়নি আর। মুঠোফোনে জানান, ‘আর জন্মদিন? প্রতিদিন এখন খারাপ খবর দিয়েই সকাল শুরু হয়। দেশ, অন্যদেশ কিংবা আমেরিকার অন্য শহর থেকেও কমবেশি দুঃসংবাদ পাই সারা দিন। ফোন বাজলেই মনে হয় আবারও একই খবর। বদলে গেছে পৃথিবীর চেহারা। এমনটি হতে পারে চিন্তা করতে পারিনি কোনো দিন। মাঝে মধ্যে টুকটাক বাজার সদাই করা ছাড়া ঘরের বাইরে যাওয়া হয় না। ছেলে মহারাজ অনলাইনে পড়াশোনা করে। আমার সময় কাটে নিউজ দেখে, এটা সেটা রান্না, নামাজ পড়ে, কোরআন শরিফ পড়ে আর পরিবার বন্ধু আপনজনদের খোঁজখবর নিয়ে। এসব করেই কেটেছে বিগত কয়েক মাস। কবে দেশে যেতে পারব বলতে পারছি না।’ ১৯৮০ সালে এহতেশাম পরিচালিত ‘লাগাম’ চলচ্চিত্রে আজাদ রহমানের সুর ও সংগীতে আহমেদ জামান চৌধুরীর লেখা একটি গানের মাধ্যমে চলচ্চিত্রের গানে অভিষেক ঘটে বেবী নাজনীনের। আর ১৯৮৭ সালে মকসুদ জামিল মিন্টুর সংগীত পরিচালনায় সারগাম থেকে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘পত্রমিতা’।

সর্বশেষ খবর