মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সৈকত নাসিরের ‘বর্ডার’

শোবিজ প্রতিবেদক

সৈকত নাসিরের ‘বর্ডার’

বাংলাদেশ-ভারত সীমান্তের মানুষের জীবনযাত্রা ও ওই অঞ্চলের বিভিন্ন চোরাচালান নিয়ে ‘বর্ডার’ সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন সৈকত নাসির। এতে যুক্ত হলেন সাঞ্জু জন। শনিবার রাতে ‘বর্ডার’-এ চুক্তিবদ্ধ হয়েছেন সুঠাম দেহের এ অভিনেতা। তারা জানান, ‘বর্ডার’ কোনো তথাকথিত নায়ক-নায়িকানির্ভর সিনেমা নয়। দুজনেই বলেন, ‘বর্ডার’ হচ্ছে গল্পনির্ভর সিনেমা। সাঞ্জু জন বলেন, সৈকত ভাই স্মার্ট পরিচালক। তার পরিচালনায় কাজ করে অনেক কিছু শিখতে পারব। নিজেকে হয়তো প্রমাণের সুযোগ পাব। নির্মাতা সৈকত নাসির বলেন, নায়ক-নায়িকানির্ভর সিনেমা না বলে ‘বর্ডার’কে গল্প ও ভিলেননির্ভর সিনেমা বলতে চাই। ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্টের ব্যানারে বর্ডার সিনেমার মূল ভাবনা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার সুদীপ্ত সাঈদ খানের। সিনেমার বেশির ভাগ শুটিং হবে দেশের বিভিন্ন বর্ডার অঞ্চলে। সাঞ্জু জন ছাড়া ফারুক সুমন নামে আরও একজন সিনেমার জন্য চূড়ান্ত হয়েছেন। শুটিংয়ের আগে বাকি শিল্পীদের নাম জানানো হবে বলে জানান সৈকত নাসির।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর