বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সিনেমা হলের মালিকরা ঋণ চাইলে দেওয়া হবে

-- প্রধানমন্ত্রী

সিনেমা হলের মালিকরা ঋণ চাইলে দেওয়া হবে
প্রধানমন্ত্রী বলেন, একটা বিশেষ তহবিল করে তাদের সহযোগিতা করা যায়। সিনেমা হলগুলো এভাবে পড়ে আছে। তারা যদি এগিয়ে আসেন, তাহলে তাদের আমরা সহযোগিতা করব

 

‘বন্ধ থাকা সিনেমা হল পুনরায় চালু করতে আর্থিকসহ নীতিগত সহায়তা দেওয়া হবে বলে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে এ জন্য বিশেষ তহবিল গঠনের কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। সভা শেষে প্রকল্পসহ প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বন্ধ থাকা প্রেক্ষাগৃহ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সিনেমা হল মালিকরা কেউ আসেন না, কেউ ভাড়া দিয়ে গেছেন। কেউ বিক্রি করে দিয়েছেন। কেউ বহুতল ভবনও করেছেন। সিনেমা হল মালিকরা সবাই মিলে যদি ঋণ চান, তাহলে তা দেওয়া হবে। এটি একটি বড় প্রকল্প। হল মালিকরা যদি সমঝোতা করতে চান, চালাতে চান, প্রধানমন্ত্রী বলেন, তাহলে একটা বিশেষ তহবিল করে তাদের সহযোগিতা করা যায়। সিনেমা হলগুলো এভাবে পড়ে আছে। তারা যদি এগিয়ে আসেন, তাহলে তাদের আমরা সহযোগিতা করব। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সিনেমা হল মালিকরা যদি এই ব্যবসাকে পুনরায় বাঁচাতে চান বা পারেন, তাহলে সরকার তাদের আর্থিক ঋণ সহায়তা দেবে। এ জন্য বিশেষ তহবিল গঠনের কথা প্রধানমন্ত্রী বলেছেন।’

সর্বশেষ খবর